ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমকামিতা অপরাধ নয়, ঐতিহাসিক রায় ভারতের সুপ্রীমকোর্টের

প্রকাশিত: ০৬:২২, ৭ সেপ্টেম্বর ২০১৮

সমকামিতা অপরাধ নয়, ঐতিহাসিক রায় ভারতের সুপ্রীমকোর্টের

ভারতবর্ষে সমকামিতা অপরাধ নয়। একমত হয়ে ঐতিহাসিক রায় দিলেন সুপ্রীমকোর্টের পাঁচ বিচারপতি। ২০১৩ সালে সুপ্রীমকোর্টের আগের রায়ের বিরুদ্ধে গেল এই রায়। একই সঙ্গে ব্রিটিশ আমলের পুরনো আইনটিকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। বিবিসি। সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়েছেন,‘পুরনো ধ্যানধারণাকে বিদায় জানিয়ে সব নাগরিকদের সমান অধিকার আমাদের দিতে হবে।’ তার সঙ্গে সহমত পোষণ করে একই বক্তব্য রেখেছেন অন্য চার বিচারপতিও। একই সঙ্গে তারা জানিয়েছেন, ব্যক্তিগত পছন্দ স্বাধীনতার অন্যতম শর্ত। ভারতীয় সংবিধানে এলজিবিটি গোষ্ঠীর সদস্যরা বাকিদের মতো একই অধিকার পাওয়ার যোগ্য। ভারতীয় দ-বিধির ৩৭৭ ধারার বিরুদ্ধে প্রথম আপত্তি জানায় স্বেচ্ছাসেবী সংস্থা নাজ ফাউন্ডেশন। ২০০১ সালে দিল্লী হাইকোর্টে ওই ধারাকে চ্যালেঞ্জ করে তারা। ২০০৯ সালে দিল্লী হাইকোর্ট রায় দেয়, সম্মতির ভিত্তিতে দুই প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক অপরাধ নয়। তাদের যৌন সম্পর্ক এ ক্ষেত্রে বিবেচনাযোগ্য বিষয়ই নয়। আসাদকে হত্যা পরিকল্পনার কথা অস্বীকার ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বইতে দাবি করা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যার নির্দেশের কথা অস্বীকার করেছেন। ট্রাম্প বলেছেন, প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের কথা কখনই আলোচনা করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও আসাদকে হত্যার কথা অস্বীকার করেন। বিবিসি। ‘ফিয়ার : ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ বইতে ট্রাম্প প্রশাসনকে বিভাজিত ও বিশৃঙ্খল বলে দাবি করা হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে বইটিতে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচনা করে নিন্দা জানিয়েছে। বইটিতে উর্ধতন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, তারা স্পর্শকাতর কাগজপত্র ট্রাম্পের স্বাক্ষর করা থেকে লুকিয়ে রেখেছিল। ট্রাম্প তাদেরকে সবসময় ইতর ও মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করে থাকে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের কাজকে কাপুরুষোচিত বলে অভিহিত করে তাদের ভাল চিন্তা ও পদত্যাগ করার কথা বলেছেন।
×