ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইরাকে নিরাপত্তা বাহিনী-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:৩৭, ৬ সেপ্টেম্বর ২০১৮

 ইরাকে নিরাপত্তা বাহিনী-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত পাঁচ

ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর বসরায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পাঁচ প্রতিবাদকারী নিহত হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এ সংঘর্ষে আরও ১৬ প্রতিবাদকারী আহত হয় বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য ও নিরাপত্তা সূত্রগুলো। এ সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যও আহত হয় বলে জানিয়েছেন তারা। নিরাপত্তা বাহিনীর এসব সদস্যের মধ্যে অনেকে হাতবোমা বিস্ফোরণে জখম হন। ইয়াহু নিউজ। ইরাকের উত্তপ্ত গ্রীষ্মকালে বিদ্যুত না থাকা, চাকরির অভাব, সরকারী সেবাগুলো ঠিকমতো না পাওয়া এবং ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবহেলিত ইরাকের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা কয়েক মাস ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এ এলাকাটি ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়াদের কেন্দ্রভূমি। দীর্ঘদিন ধরে প্রতিবাদ চললেও সোমবার প্রথমবারের মতো প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে এক প্রতিবাদকারী নিহত হওয়ার পর অস্থিরতা আরও বৃদ্ধি পায়।
×