ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মহাকাশ স্টেশনে ছিদ্র অন্তর্ঘাতমূলক কাজ’

প্রকাশিত: ০৪:৩৬, ৬ সেপ্টেম্বর ২০১৮

 ‘মহাকাশ স্টেশনে ছিদ্র অন্তর্ঘাতমূলক কাজ’

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকোসমোস মহাকাশ সংস্থার প্রধান বলেছেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) ফুটো হয়ে বাতাস প্রবেশের ঘটনা সম্ভবত অন্তর্ঘাতমূলক কাজ এবং এর তদন্ত চলছে। খবর গার্ডিয়ান অনলাইনের। রসকোসমোস প্রধান দমিত্রি রগোজিন বলেন, আইএসএসের থেমে থাকা একটি রুশ সয়ুজ মডিউলে গত বৃহস্পতিবার একটি ফুটো দেখা গেছে। এটা ছিদ্র করে করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। পৃথিবীতে ফেরার পথে বা কক্ষপথে কেউ এটা করেছে। রগোজিন সোমবার টেলিভিশনে মন্তব্য করতে গিয়ে বলেন, ছিদ্রতে কয়েকটি উদ্যোগ-চেষ্টা দেখা যায়। এতে মনে হয়, দ্বিধান্বিত হাতে কাজটা করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এটা কী?
×