ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনের জন্য বিদেশী কূটনীতিকদের সহযোগিতা চাইল বিএনপি

প্রকাশিত: ০৫:৪৭, ৫ সেপ্টেম্বর ২০১৮

সুষ্ঠু নির্বাচনের জন্য বিদেশী কূটনীতিকদের সহযোগিতা চাইল বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিদেশী কূটনীতিকদের সহযোগিতা চেয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠককালে দলের নেতারা এ সহযোগিতা চান। সূত্র মতে, বৈঠককালে কূটনীতিকরা বিএনপি নেতাদের কাছে জানতে চান তাদের দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে কি না। জবাবে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনের পরিবেশ, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়নের বিষয়টি নিশ্চিত করা হলে তারা নির্বাচনে যাবে। বিকেল সোয়া ৪টায় বিদেশী কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের কাছে অভিযোগ করেন বিএনপি এবং খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে খালেদা জিয়াকে নির্জন কারাগারে আটকে রাখা হয়েছে। বৈঠকে এ ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের উদ্যোগ, নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বিদেশী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরয়সু ইজুমি, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কিউলেনারি, নেপালের রাষ্ট্রদূত ড. চোপলাল ভূসাল এবং যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ভ্যাটিকান সিটি, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, কুয়েত, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, মরক্কো, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ ২০ টি দেশের কূটনীতিক। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।
×