ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গ্যাস সংযোগ পেয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৭:০৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

গ্যাস সংযোগ পেয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ ডাইং প্রকল্পের জন্য গ্যাস সংযোগ পেয়েছে। এই ডাইং প্রকল্পটি আইপিওর ফান্ড থেকে অর্থায়ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, তসরিফার ডাইং প্রকল্পটি ইতোমধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে প্রাকৃতিক গ্যাস নিয়ে কার্যক্রম শুরু করবে। এদিকে কোম্পানিটি জানিয়েছে, বৈদ্যুতিক কাজের দক্ষ যন্ত্রপাতির জন্য মেয়াদী ঋণ নিবে। এজন্য কোম্পানিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে ১০ কোটি ৯০ লাখ টাকার ঋণ অনুমোদন করেছে। ৫ শতাংশ সুদে ৬ বছরের জন্য এই ঋণ দেয়া হবে। এই প্রকল্পের জন্য ১৮ মাসের মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ফান্ড থেকে অর্থায়ন করা হবে। শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এমটিবি উদ্যোক্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই পরিচালক কোম্পানির ১ লাখ শেয়ার কিনবে। রাশেদ আহমেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
×