ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক গণমাধ্যম নিয়ন্ত্রণে মিসরে আইন অনুমোদন

প্রকাশিত: ০৪:০৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

 সামাজিক গণমাধ্যম নিয়ন্ত্রণে মিসরে  আইন অনুমোদন

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশে ইন্টারনেট নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে কর্তৃপক্ষকে সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের ওপর পর্যবেক্ষণের অধিকার দিয়ে একটি আইন অনুমোদন করেছেন। কায়রোতে সরকারী গেজেটে এ কথা বলা হয়েছে। খবর এএফপির। পার্লামেন্টে জুনে অনুমোদন করা রাষ্ট্রের সুপ্রীম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশনস আইনটির মধ্য দিয়ে সামাজিক মিডিয়ার ওপর বা কোন ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইটের সঙ্গে ৫ হাজারের অধিক অনুসারীকে সরকারী তত্ত্বাবধানের অধীন নিয়ে আসার ক্ষমতা দেয়া হচ্ছে। শনিবার প্রকাশিত গেজেটটিতে বলা হয়, যে কোন ব্যক্তিগত এ্যাকাউন্ট আইন লঙ্ঘন করে সহিংসতা ও ঘৃণা উসকে দেয়ার জন্য মিথ্যা সংবাদ বা অন্য কিছু (তথ্য) প্রকাশ বা সম্প্রচার করবে তা স্থগিত বা বন্ধ করে দেয়ার ক্ষমতা থাকবে এ আইনে। মানবাধিকার গ্রুপগুলো বলেছে, আইনটির উদ্দেশ্য অনলাইন বাক স্বাধীনতা রোধ এবং এ আইন এমন বেশ কিছু পদক্ষেপের মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট আগস্টে এক বিচারকের মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্যও একটি আইন অনুমোদন করেন। ওই আইনে মিসরের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির প্রতি যে সকল ওয়েবসাইট হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে সেগুলো বন্ধ করে দেয়ার জন্য সরকারকে ক্ষমতা দেয়া হয়। যারা কোন বৈধ কারণ ছাড়া উদ্দেশ্যমূলকভাবে বা ভুলক্রমে এ ধরনের ওয়েবসাইট পরিচালনা বা পরিদর্শন করবেন তাদের এখন কারাদ- ভোগ করতে হবে এবং জরিমানা দিতে হবে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাস মোকাবেলায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু দেশের ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা নিয়মিত অভিযোগ করছেন যে, সরকার সমালোচক ও ব্লগারদের গ্রেফতার করে এবং সংবাদ মধ্যম বন্ধ করে। ভিন্ন মত প্রকাশের অধিকার নস্যাতের চেষ্টা করছে। কায়রোভিত্তিক এ্যাসোসিয়েশন অব ফ্রিডম অব থট এ্যান্ড এক্সপ্রেশনের মতে, নতুন আইনটি কার্যকর হওয়ার পূর্বে মিসরে ৫শ’র বেশি ওয়েবসাইট এর মধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে।
×