ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর আইফোন

প্রকাশিত: ০৫:০৫, ২ সেপ্টেম্বর ২০১৮

রোমাঞ্চকর আইফোন

প্রযুক্তি দুনিয়ার অন্যতম রোমাঞ্চিত আয়োজন হতে চলেছে চলতি বছরের আইফোন লঞ্চ। এ মাসের ১২ তারিখে বাজারে আসছে আইফোন এক্সএস। এদিন ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোতে স্টিভ জবস থিয়েটারে জড়ো হবেন সবাই। এই আয়োজনের সেরা আকর্ষণ আইফোন এক্সএস ওলেড মডেলের মোবাইল। আইফোনের ইতিহাসে সর্বাধিক বিক্রীত এবং সর্বাধুনিক ফোন আইফোন এক্স-এর পরের সংস্করণ এটি। সেখানে আরও থাকবে এ্যাপল ওয়াচ সিরিজ ফোর। আইফোন এক্সএস ৫ দশমিক ৮ ইঞ্চি এবং ৬ দশমিক ৫ ইঞ্চি পর্দা নিয়ে আসবে। এই দুটি ফোনই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আগের আইফোন এক্স-এর সঙ্গে এটির ডিজাইনের মিল রয়েছে। এ ছাড়াও কম মূল্যের ৬ দশমিক এক ইঞ্চির এলসিডি পর্দার আইফোনও আসবে এ মাসে। আইফোন নিয়ে আগাম তথ্য দিতে ওস্তাদ মিং চি কুয়ো বলেন, দুটি ওলেড মডেলের স্পেসিফিকেশন প্রায় একই হবে। এর মধ্যে আছে এ-১২ চিপসেট, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ। পেছনে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। এগুলোর দাম শুরু হবে ৮ ও ৯শ’ ডলার থেকে। -ব্লুমবার্গ অনলাইন অবলম্বনে
×