ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিতলে পঞ্চম হারলে ষষ্ঠ হবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩২, ১ সেপ্টেম্বর ২০১৮

 জিতলে পঞ্চম হারলে ষষ্ঠ হবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার \ প্রত্যাশা ছিল কম শক্তিশালী জাপান। কিন্তু এশিয়ান গেমস হকিতে ইতিহাস গড়ে গ্রæপপর্বে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় তারা। সেখানে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ওঠে ফাইনালে। আর সেরা চারে থাকতে না পারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পঞ্চম হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আজ শনিবার জাকার্তায় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের লক্ষ্য ছিল সেরা ছয়ে থাকার। ওমানকে হারানোর পর লক্ষ্য অর্জনের পথ অনেকটাই নিশ্চিত হয়ে যায়। গ্রæপপর্বে থাইল্যান্ড ও কাজাখস্তানকে উড়িয়ে দেয়ার পর ষষ্ঠ স্থানটি মোটামুটি নিশ্চিত হয় বাংলাদেশের। তাতে ২০২২ সালে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে সরাসরি খেলার টিকেট পায় গোবীনাথন কৃঞ্চমূর্তির দল। এবার পঞ্চম হওয়ার লড়াই। অতীতে কখনই সেরা পাঁচে থাকতে পারেননি রাসেল মাহমুদ জিমিরা। তবে এবারের আসরের পথটা অনেক শক্তই। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। যাদের বিপক্ষে কখনই জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। কাজেই বাস্তবতা মেনেই আজ টার্ফে নামবেন জিমি-চয়নরা। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন আজ মামুনুর রহমান চয়ন। এ প্রসঙ্গে বলেন, ‘বাস্তবতা আসলে অনেক কঠিন। আপনারাও জানেন কোরিয়া কতটা শক্তিশালী।
×