ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইদলিব অভিযান

সিরিয়া উপকূলে বাড়ছে রুশ নৌ উপস্থিতি

প্রকাশিত: ০৬:০০, ৩০ আগস্ট ২০১৮

সিরিয়া উপকূলে বাড়ছে রুশ নৌ উপস্থিতি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী ও উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আসন্ন সামরিক অভিযানকে সামনে রেখে ভূমধ্যসাগরের উপকূলে নৌ-বাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া। এর অংশ হিসেবে রাশিয়া ভূমধ্যসাগরের উপকূলে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইয়াহু নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার কোমেরসান্ত পত্রিকা মঙ্গলবার জানিয়েছে, ইদলিব অভিযানকে সামনে রেখে মস্কো চলতি মাসের প্রথম দিকে দুটি যুদ্ধজাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সেকশন থেকে জানানো হয়েছে, সামরিক শক্তি জোরদার করার লক্ষ্যে কৃষ্ণসাগরের নৌবহর থেকে দুটি ফ্রিগেট পাঠানো হয়েছে ভূমধ্যসাগরে। যুক্তরাষ্ট্র যখন সিরিয়ায় নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর বের হয়েছে তখন রাশিয়া এ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। গণহত্যার শিকার নামিবীয়দের দেহাবশেষ ফেরত দিচ্ছে জার্মানি নামিবিয়ায় জার্মান ঔপনিবেশিক শাসনের সময় এক শতাব্দী আগে গণহত্যার শিকার নামিবীয়দের দেহাবশেষ বার্লিন বুধবার ফেরত দেবে। কিন্তু নিহতদের বংশধররা এখনও জার্মানির কাছ থেকে ক্ষমা চাওয়ার প্রহর গুনছে। বার্লিন এ সকল দেহাবশেষ নামিবিয়া থেকে নিয়ে গিয়েছিল। খবর এএফপির। নামিবিয়ার একটি সরকারী প্রতিনিধি দল বার্লিনে এক গির্জায় পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দেহাবশেষগুলো গ্রহণ করবে। দেহাবশেষগুলোর মধ্যে রয়েছে ১৯টি করোটি বা মাথার খুলি, ১টি মাথার ছাল ও কিছু অস্থি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী মাইকেলে মুয়েনটেফারিং বলেছেন, আমরা জার্মানদের নৃশংসতার ক্ষত থেকে মুক্ত হতে সহযোগিতা করতে চাই।
×