ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিয়েই যত আশা সালাহ্উদ্দিনের

প্রকাশিত: ০৭:৩৪, ২৮ আগস্ট ২০১৮

বাংলাদেশকে নিয়েই যত আশা সালাহ্উদ্দিনের

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র সপ্তাহখানেকের প্রতীক্ষা। তারপরই শুরু হতে যাচ্ছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল।’ ফুটবলপ্রেমী পাঠকরা নিশ্চয়ই বুঝে ফেলেছেন কিসের কথা বলছি। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসরÑ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ। দ্বাদশতম বারের মতো এই আসরের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো স্বাগতিক হচ্ছে তারা। এর আগে স্বাগতিক হয়েছিল ২০০৩ এবং ২০০৯ সালে। আগামী ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসরটি। এই আসরে ভাল কিছুই উপহার দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলÑ এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিনের। অন্যদিকে এশিয়ান গেমসে শিষ্যদের সার্বিক পারফরম্যান্সে খুশি কোচ জেমি ডে। সেখানে ম্যাচ খেলা ১১ জনকে রেখেছেন তার তালিকায়। আগামী ২ সেপ্টেম্বর সাফের চূড়ান্ত দল ঘোষণা করবেন বলে জানান এই ইংলিশ কোচ। সোমবার বাফুফে বস সালাহ্উদ্দিন বলেন, ‘আমরা যতটুকু সম্ভব খেলোয়াড়দের সুযোগ-সুবিধা দিচ্ছি। মাঠের খেলাটা তো আর আমি খেলে দিতে পারব না। তাদেরকেই খেলতে হবে। এশিয়ান গেমসে ছেলেদের পারফরম্যান্স ভাল। আশা করছি সাফেও একটা ভাল কিছুই উপহার দেবে জাতীয় দল।’ যারা এশিয়ান গেমসে খেলে এসেছেন, তাদেরকে বিশ্রামে রেখেছেন ব্রিটিশ কোচ জেমি ডে। তাই তারা আগামী ২৯ আগস্ট নীলফামারীতে অনুষ্ঠেয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন না। এরা হলেন : আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল, তপু বর্মণ, মাসুক মিয়া জনি, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, আতিকুর রহমান ফাহাদ। সাফের দলে এই ১১ জনকে দেখা যাবে, এটা ধরে নেয়া যেতে পারে। কারণ তাদেরকে জেমি রেখেছেন তার ‘গুডবুক’-এ। এ ক’দিন তারা বিশ্রামে থাকবেন ঢাকার একটি অভিজাত হোটেলে। সেখানে কোন কঠোর অনুশীলন নয়। বরং জিম ও সাঁতার কেটে নিজেদের ফিট রাখবেন এই ফুটবলাররা। তাদের বাইরে সদ্য চোট থেকে ফিরে দলে ডাক পেয়েছেন তিন জন। এরা হলেন : স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন, গোলরক্ষক শহীদুল আলম সোহেল এবং মিডফিল্ডার জুয়েল রানা। এই তিনজনসহ মোট ১৯ জনকে নিয়ে আজ সকালে নীলফামারী যাচ্ছেন কোচ জেমি। অ-২৩ দলের ডাগআউটে দাঁড়ানো হলেও পূর্ণাঙ্গ জাতীয় দল নিয়ে এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছেন ইংলিশ এই কোচ। সাফের আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা ওই ম্যাচের পারফরম্যান্স বিচার করেই সাফের চূড়ান্ত দল নির্বাচন করবেন জেমি। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলির পর আগামী ৪ সেপ্টেম্বর থেকে সাফ টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’তে। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও পাকিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ ৪ সেপ্টেম্বর ভুটান, ৬ সেপ্টেম্বর পাকিস্তান এবং ৮ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে। সাফ চ্যাম্পিয়নশিপে পুরো প্রস্তুত হচ্ছে না ফ্লাডলাইটসহ গ্যালারি ॥ সাফ চ্যাম্পিয়নশিপের বাকি আর অল্প কটা দিন। তবে প্রস্তুতিতে আশ্বস্ত হতে পারছে না সাফ কর্তৃপক্ষ। গ্যালারি, ফ্লাডলাইট, টিকেটিং, ম্যাচ বলসহ নানা ইস্যুতে রয়ে গেছে জটিলতা। আন্তর্জাতিক ভেন্যুর পুরো লক্ষ্য পূরণ সম্ভব হবে নাÑ স্বীকার করে নিয়েছে বাফুফে। এশিয়ান গেমসের পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাচ্ছে। দেশে ফিরে দলের ভাবনায় সাফ চ্যাম্পিয়নশিপ। ব্যস্ততা কম নেই ফেডারেশনের। অস্বস্তি ভেন্যুর প্রস্তুতি নিয়ে। ঘরের মাঠে এবারও পূরণ হচ্ছে না আন্তর্জাতিক মানের ভেন্যুর স্বপ্ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দুঃখ নামে পরিচিত গ্যালারিতে আসছে না কোন পরিবর্তন। ফ্লাডলাইটে সম্ভব হচ্ছে না ১২০০ লাক্স আলোর শর্তপূরণ। দেড় মাসেও কাস্টমস কর্তৃপক্ষের ছাড়পত্র পায়নি হংকং থেকে আনা ১৮০ ম্যাচ বল। ট্যাক্স জটিলতায় আটকে গেছে আসরের টিকেটও! পাকিস্তান ছাড়া ইতিমধ্যে ভ্রমণসূচী চূড়ান্ত করেছে বাকিদলগুলো। তবে সম্ভব হয়নি সবার জন্য একই মানের আবাসন নিশ্চিত করা।
×