ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সাত খুন

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশিত: ০৭:১৭, ২৮ আগস্ট ২০১৮

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সাত খুনের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারের ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, ইউপিডিএফের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির সদস্য সচিব কমিশনের উপ পরিচালক এম রবিউল ইসলাম এবং সদস্য বাঞ্চিতা চাকমা। জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির সঙ্গে ঘটনার প্রেক্ষিতে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্বনির্ভর বাজারে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির কাছে ইউপিডিএফের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করে লিখিত বক্তব্য প্রদান করেন পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক অমল চাকমা। এর আগে, তদন্ত কমিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন। গত ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে ৩ ইউপিডিএফ নেতাসহ ৬ জন নিহত হয় এবং হামলার সময় দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে আরেকজনের মৃত্যু হয়।
×