ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুজব রটনাকারীদের দমনের পাশাপাশি সামাজিক মাধ্যম খোলা রাখার পক্ষে সরকার ॥ ইনু

প্রকাশিত: ০৭:৪০, ২০ আগস্ট ২০১৮

গুজব রটনাকারীদের দমনের পাশাপাশি সামাজিক মাধ্যম খোলা রাখার পক্ষে সরকার ॥ ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিথ্যাচার ও গুজব রটনাকারীদের শক্তভাবে দমন করার পাশাপাশি ফেসবুকসহ সামাজিক মাধ্যমের জানালা খোলা রাখার পক্ষে সরকার। রবিবার দুপুরে পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত ‘ফেসবুকে গুজব এবং গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। খবর বাসসর। এ সেমিনারের আয়োজক ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেন্টার বাংলাদেশ (আইজেসিবিডি) ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। হাসানুল হক ইনু বলেন, ‘মিথ্যাচার, গুজব রটনার যতই ঝাপটা আসুক না কেন, যত রকম বিভ্রান্তি ছড়ানই হোক না কেন, ফেসবুক, সামাজিক মাধ্যম হচ্ছে জানালা। যেই জানালাটা খোলা রাখার পক্ষে আমরা। মিথ্যাচার ও গুজব রটনাকারীদের শক্তভাবে দমন করার পাশাপাশি ফেসবুকসহ সামাজিক মাধ্যমের জানালাটা খোলা রাখার পক্ষে সরকার।’ তিনি বলেন, ‘গুজব রটনা, মিথ্যাচার দেখে আমাদের ঘাবড়ালে চলবে না, তবে সতর্ক হতে হবে। কারণ, গুজব রটনা ও মিথ্যাচার যারা করে তারা গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু। যখন সামাজিক মাধ্যম ছিল না তখন যদি এ দেশের ১০০ বছরের ইতিহাস দেখেন তাহলে জানতে পারবেন তখনও গুজব রটনা ও মিথ্যাচারের রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করা হয়েছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘ফেসবুক, টুইটারের গুজব থেকে কীভাবে নিজেকে, দেশবাসীকে রক্ষা করবেন এই শিরোনামে ঈদের পর একটা প্রচার আন্দোলন হয়ে যাক। মূলধারার গণমাধ্যমের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক তথ্যের গুরুত্ব অনুধাবন করার জন্য এ প্রচারে শামিল হবেন। তথ্যের উৎস যাচাই করে এই ব্যাপারে মূলধারার গণমাধ্যম এবং সরকারকে একমতে আসতে হবে।’ হাসানুল হক ইনু বলেন, ‘আমরা সম্প্রচার আইন, সম্প্রচার নীতিমালা, গণমাধ্যম নীতিমালা করার চেষ্টা করছি। আমরা যখন এগুলো নিয়ে কাজ করছি, তখন গণমাধ্যমে বিভাজন দেখা যাচ্ছে। আমরা চাই সবাই একটা কাতারে দাঁড়িয়ে এ বিষয়ে একমত হন, যাতে গুজব রটনাকারীরা গণমাধ্যমের পবিত্রতা নষ্ট করতে না পারে।’
×