ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৪:১৩, ২০ আগস্ট ২০১৮

প্রশান্ত মহাসাগরে  ৮.২ মাত্রার  ভূমিকম্প

ফিজি ও টোঙ্গার কাছে প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ২ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রবিবারের এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোন ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ইয়াহু নিউজ। ভূমিকম্পটি খুব গভীরে হওয়ায় এটি কোন সুনামিরও কারণ হবে না বলে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৫৬০ কিলোমিটার গভীরে এবং এর ফলে ভূপৃষ্ঠে কম্পন কম হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। ‘কোন ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছি না। লোকজন এটি অনুভব করবে কিন্তু এটি অত্যন্ত গভীরে হওয়ায় কোন ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছি না,’ টেলিফোনে জানিয়েছেন ইউএসজিএসের ভূ-পদার্থবিদ জানা পার্সলি। প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানানো হয়েছিল, পরে এর মাত্রা ৮ দশমিক ২ বলে জানানো হয়। অনেক গভীরে উৎপত্তি না হলে এই মাত্রার ভূমিকম্প ভীষণ ক্ষয়ক্ষতির কারণ হতো। ভূমিকম্পটির উপকেন্দ্র ফিজির লেভুকা থেকে ২৭০ কিলোমিটার পূর্বে এবং টোঙ্গার নিয়াফু থেকে ৪৪৩ কিলোমিটার পশ্চিমে। ওই এলাকাটি প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প প্রবণ রিং অব ফায়ারে অবস্থিত।
×