ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৫৭ জনের প্রাণহানি

কেরলে এক শ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

প্রকাশিত: ০৪:১৩, ২০ আগস্ট ২০১৮

  কেরলে এক শ’ বছরের মধ্যে  সবচেয়ে ভয়াবহ বন্যা

ভারতের কেরল রাজ্যে এক শতাব্দীর (এক শ’ বছরের) মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ৩৫৭ জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট তিন লাখেরও বেশি লোককে ত্রাণশিবিরে সরিয়ে নেয়া হয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সঙ্গে যোগ দিয়ে সশস্ত্রবাহিনী নজিরবিহীন উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করেছে। এনডিটিভি। আটকা পড়া লোকজনকে উদ্ধার ও ত্রাণ উপকরণ ফেলতে ৩৮টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, প্রয়োজনীয় উপকরণ সরবরাহের জন্য আরও ২০টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উপচে পড়া নদীর পানিতে ডুবে যাওয়া কিছু এলাকার লোকজনকে আধডোবা ঘরবাড়ি ছেড়ে বুক সমান পানি ভেঙ্গে উঁচু এলাকার দিকে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে। যারা নিজেদের বাড়ির ছাদে আটকা পড়ে আছেন তারা সাহায্যের জন্য মরিয়া হয়ে হেলিকপ্টারগুলোর উদ্দেশ্যে হাত নাড়ছেন। শনিবার সকালে হেলিকপ্টারে করে কেরলের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যটিতে আরও হেলিকপ্টার, নৌকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘কিছু এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা ছাড়া আর কোন বিকল্প নেই। হাজার হাজার লোক এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন।’ এসব লোকজনকে উদ্ধারে সামরিকবাহিনী উদ্যোগ আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ‘প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আরও হেলিকপ্টার দিতে বলেছি,’ রাজ্যের রাজধানী তিরুবানান্তপুরমে এক সংবাদ সম্মেলনে বলেছেন বিজয়ন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও ১১টি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রায় সাত হাজার লোককে উদ্ধার করা হয়েছে কিন্তু আরও প্রায় ছয় হাজার উদ্ধারের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেনাবাহিনীর ১০টি কলাম ও ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সের ১০টি টিমের প্রায় ৭৯০ জন সদস্যকে রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে।
×