ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি গণতন্ত্রের কথা বলে নিজেদের কুকর্ম ঢাকার জন্য ॥ ইনু

প্রকাশিত: ০৪:৪২, ১৯ আগস্ট ২০১৮

  বিএনপি গণতন্ত্রের কথা বলে নিজেদের কুকর্ম ঢাকার  জন্য ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ আগস্ট ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা এক মাসের মধ্যে সরকার পতনের হুঙ্কার ছাড়ে, তারা কার্যত বঙ্গবন্ধু খুনের উত্তরাধিকারী বা খুনের রাজনীতি বহন করে চলেছে। তারা এখনও চক্রান্ত ও ষড়যন্ত্রের পথেই আছে। সুতরাং এসব হুঙ্কারকারী সম্পর্কে সতর্ক থাকুন এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করুন। ‘এক মাসের মধ্যে সরকারের পতন হবে’ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী শনিবার দুপুরে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার পূর্বে গণমাধ্যম কর্মীদের সামনে এসব কথা বলেন। তিনি বলেন, তাদের (জিয়া-খালেদা-তারেক) কুকর্ম ঢেকে রাখার জন্য বিএনপি গণতন্ত্রের কথা বলে। কিন্তু তাদের এসব কুকর্মের বিষয়টি কেউ অস্বীকার করতে পারবে না। এসব অস্বীকার করার কোনও উপায়ও নেই। এছাড়াও তারা জঙ্গীবাদ এবং মানুষ পোড়ানোর সঙ্গে জড়িত। হাসানুল হক ইনু বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, দুষ্কর্ম আড়াল করার চেষ্টা করবেন না। দুষ্কর্ম স্বীকার করেন, অপরাধীদের জেলে পাঠান, গণতন্ত্রকে পবিত্র করুন। সুতরাং চলমান অবস্থায় নির্বাচনের আগে এসব দুষ্কর্মের রাজনীতির সঙ্গে যারা আছেন তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। তারপরও এইসব দুষ্কর্মের হোতারা গণতান্ত্রিক নির্বাচনের আড়ালে অথবা উছিলায় বাংলাদেশের রাজনীতিতে থাকার একটা লাইসেন্স সংগ্রহ করার চেষ্টা করছে।
×