ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্য বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠাচ্ছে বেজিং

প্রকাশিত: ০৬:৩০, ১৭ আগস্ট ২০১৮

বাণিজ্য বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠাচ্ছে বেজিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে চীন চলতি মাসের শেষ দিকে সে দেশে একজন উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী পাঠাবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করার পর এ বিষয়ে এটাই হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্য মধ্যস্থতা সম্পর্কিত সহকারী প্রতিনিধি ও উপবাণিজ্য মন্ত্রী ওয়াং সাওয়েন মার্কিন রাজস্ব বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড মালপাসের সঙ্গে সাক্ষাত করবেন। চীন বার বার বলছে যে, তারা একপাক্ষিকতা ও বাণিজ্য সংরক্ষণবাদের চর্চার বিরোধী এবং একতরফা বাণিজ্য নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ মেনে নেবে না। চীন পারস্পারিক অধিকার, সমতা ও ন্যায়ের ভিত্তিতে সংলাপ ও যোগাযোগকে স্বাগত জানিয়েছে। -এএফপি
×