ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোচ রোডসের কাজে সন্তুষ্ট বিসিবি

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ আগস্ট ২০১৮

 কোচ রোডসের কাজে সন্তুষ্ট বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ৮ মাস প্রধান কোচ ছাড়াই খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশেষে ৭ জুন ইংল্যান্ডের ৫৪ বছর বয়সী স্টিভ রোডসকে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই রোডসের প্রথম পরীক্ষা ছিল দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফরের শুরুতে দুই টেস্টের সিরিজে লজ্জাজনক রেকর্ডে কলঙ্কময় শুরু হয়েছিল তার। কিন্তু রোডসের অধীনে দীর্ঘ ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ এবং ৬ বছর পর বিদেশের মাটিতে টি২০ সিরিজও জয় করে বাংলাদেশ দল। এবার তার মিশন এশিয়া কাপ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো বড় দুটি আসর। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ দলের সার্বিক নৈপুণ্যে কোচ রোডসের ভূমিকায় বেশ সন্তুষ্ট বিসিবি। তার নির্দেশনা অনুসারেই সার্বিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। চান্দিকা হাতুরাসিংহে গত বছর নবেম্বর থেকে কোচশূন্য হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তারপর বেশ কয়েকটি সিরিজ কোচ ছাড়াই খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমরা। সেই সিরিজগুলোতে বাংলাদেশ দলের পারফর্মেন্সে ছিল ব্যাপক উত্থান-পতন। এর মাঝে সবচেয়ে মর্মান্তিক হার ছিল ভারত সফরে গিয়ে আফগানিস্তানের কাছে টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। গত বছর ডিসেম্বর থেকে কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হলেও না পাওয়াতে এবার বেশ তৎপরতা দেখিয়ে কিছুদিনের মধ্যেই রোডসকে খুঁজে পায় বাংলাদেশ। কিন্তু তার শুরুটাও ছিল দুঃসহ বেদনার। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের সবচেয়ে বাজে পারফর্মেন্স দেখায় বাংলাদেশ দল। মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের একটি ইনিংস। দুই টেস্টেই শোচনীয় হারের পর মনে হচ্ছিল রোডসের চলার পথটা বেশ দুর্গমই হবে এবং টিকে থাকার জন্য বেশ লড়তে হবে তাকে। কিন্তু সেই বাংলাদেশকেই তিনি ওয়ানডে সিরিজে ২-১ এবং টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন। তাই এ বিষয়ে জালাল বলেন, ‘কোচ বেশি সময় পায়নি কাজ করার জন্য। আরও কয়েকটি সিরিজ না যাওয়া পর্যন্ত সেটি বুঝতে পারব না এবং তাকে মূল্যায়ন করাও কঠিন হবে। তবে এই কোচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে যেসব পর্যবেক্ষণ চালাচ্ছে তা খুবই ভাল এবং বেশ ইতিবাচক। কিছু জায়গা আছে যেগুলো সে পর্যবেক্ষণ করে আমাদের জানিয়েছে। আমরা সেভাবেই কাজ করব।’ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আয়ারল্যান্ড চলে যান রোডস। সেখানে বাংলাদেশ ‘এ’ দল দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। জাতীয় দলের জন্য উপযুক্ত পাইপলাইন দেখতেই তিনি সেখানে গিয়েছেন। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইংল্যান্ডের মাটিতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে। তার আগেই দল গোছাতে হবে রোডসকে। এ বিষয়ে জালাল বলেন, ‘২০১৯ বিশ্বকাপ নিয়েও তার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ বিশ্বকাপের আগে আমরা বুঝে যাব কোথায় অনুশীলন করতে হবে। এসব নিয়ে আমাদের মধ্যে একটি আলোচনা হয়েছে। এই আলোচনা অবশ্য ক্রিকেট পরিচালনা কমিটির সঙ্গে। তাদের সঙ্গে বসেই বিশ্বকাপের আগে চূড়ান্ত একটি প্রোগ্রাম ঠিক করা হবে। আমরা ইংল্যান্ডে বিশ্বকাপের বেশ আগেই যাব হয়তো। সেখানে কোন একটা কাউন্টি দলের সঙ্গে হয়তো আমরা অনুশীলন করব। এমনটাই চিন্তা-ভাবনা রয়েছে। যদিও এখনও কিছু নিশ্চিত হয়নি। আমাদের আলাপ-আলোচনা চলছে যে কোথাও গিয়ে অনুশীলন হবে সেই ব্যাপারে। এর আগে আশেপাশে যদি আমরা কোন সিরিজ বা টুর্নামেন্ট খেলতে পারি তারও একটি চিন্তা-ভাবনা আছে।’
×