ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের শোকেসে টানা ১৩তম বার্নাব্যু ট্রফি

বেল-বেনজেমার নৈপুণ্যে প্রথম শিরোপা রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ আগস্ট ২০১৮

বেল-বেনজেমার নৈপুণ্যে প্রথম শিরোপা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ গত নয় বছর রিয়াল মাদ্রিদের সবটুকু আলো ছিল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ঘিরে। পর্তুগীজ অধিনায়ক বিশ্বকাপের পর আচমকাই সান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন। রোনাল্ডো পরবর্তী সময়ে প্রথম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রেকর্ড টানা ১৩ বারের মতো বার্নাব্যু ট্রফি জিতেছে হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল ৩-১ গোলে হারিয়েছে অতিথি হিসেবে ডেকে আনা ইতালিয়ান ক্লাব এসি মিলানকে। প্রতি বছর নতুন মৌসুম শুরুর আগে এই প্রীতি ম্যাচ আয়োজন করে স্প্যানিশ পরাশক্তিরা। প্রতিবার বিভিন্ন ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়। আগের ১২ বারের মতো এবারও ট্রফিটি নিজেদের শোকেসে রেখে দিয়েছে গ্যালাক্টিকোরা। মূলত রিয়াল তাদের সাবেক সভাপতি সান্টিয়াগো বার্নাব্যুর নামানুসারে মৌসুমের শুরুর দিকে এই ম্যাচ খেলে থাকে। এবার ৪০তম আসরে সবমিলিয়ে ২৮তম শিরোপা জিতেছে তারা। গতবার ইতালির ফিওরেন্টিনাকে হারিয়ে শিরোপাটি জিতেছিল স্পেনের সফলতম ক্লাবটি। হতে পারে ম্যাচটি প্রাক-মৌসুমের। তারপরও দুই দলই ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল। অন্ততপক্ষে মাঠে তেমনটাই দেখা গেছে। কাউকেই যেন কেউ ছাড় দিতে রাজি ছিল না। মিডফিল্ডে বিশ্বকাপের সেরা তারকা লুকা মডরিচ না থাকলেও রিয়ালের নতুন কোচ জুলেন লোপেটেগুই ফরোয়ার্ড লাইন সাজিয়েছিলেন সেই গ্যারেথ বেল, করিম বেনজেমা ও মার্কো এ্যাসেনসিওকে দিয়ে। রোনাল্ডো জুভেন্টাসে চলে যাওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের মূল ভরসা হয়ে গেছেন বেল। ওয়েলস তারকা প্রতি ম্যাচে কোচের আস্থার প্রতিদান দিচ্ছেন। এসি মিলানের বিপক্ষেও মাঠ দাপিয়েছেন তিনি, টানা তৃতীয় ম্যাচে পেয়েছেন গোল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত হেডে জালে জড়িয়ে দেন ফরাসী তারকা বেনজেমা। এসি মিলান অবশ্য ম্যাচে ফেরে মিনিট দুয়েক পরেই। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালের জাল কাঁপান আর্জেন্টাইন তারকা গুঞ্জালো হিগুয়াইন। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে বেল করেন আরেক গোল। কর্নার থেকে বল পেয়ে ডান পায়ের শটে মিলানকে হতাশায় ডুবান ওয়েলস ফরোয়ার্ড। আর ইনজুরি টাইমের প্রথম মিনিটে (৯১ মিনিট) হেডে আরেক গোল করেন রিয়ালের মায়োরাল। এদিকে লুকা মডরিচ রিয়ালেই থাকছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশ্বকাপ শুরুর আগে থেকেই মডরিচের পিছু ছুটেছে ইন্টার মিলান। তার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও রিয়াল এ খবর জেনেছে বেশ দেরিতে। তবে খবরটি কানে আসার পরই মডরিচের ‘রিলিজ ক্লজ’ ৭৫০ মিলিয়ন ইউরো জানিয়ে দিয়ে রিয়াল বুঝিয়ে দিয়েছিল, মডরিচ বিক্রির জন্য নয়। কিন্তু শঙ্কা হলো মডরিচ নিজে চলে যেতে চাইলে তাকে তো আটকানো যাবে না। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার শুধু বেতনের জন্য মাদ্রিদ ছাড়তে চাইছেন বলে মনে করেছিল রিয়াল। মডরিচের ক্যারিয়ারে বড় চুক্তির এটাই শেষ সুযোগ। আর সেটিই হতে চলেছে।
×