ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশ নিহত ॥ দুই বিচ্ছিন্নতাবাদী গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৯, ১৩ আগস্ট ২০১৮

 কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশ নিহত ॥ দুই বিচ্ছিন্নতাবাদী গ্রেফতার

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার সকালের এ ঘটনায় রাজ্য পুলিশের এক সদস্য ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই সদস্য আহত হয়েছেন। খবর এনডিটিভির। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দুই সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। নগরীর বাতমালু এলাকার ঘটনাস্থল থেকে কোন অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা। গোলাগুলিতে আহত এক বিচ্ছিন্নতাবাদীকে খুঁজছে পুলিশ। যে বাড়িটিতে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে ছিল ওই বাড়ির মালিকও আহত হয়েছেন বলে এক উর্ধতন পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। বাতমালু এলাকাগামী সব রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকাটিতে সরু কয়েকটি গলি থাকায় নিরাপত্তা বাহিনীকে খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কর্তৃপক্ষ শ্রীনগরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নগরীতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে ভোর থেকে বাতামালুতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করলে দুপক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়ে যায়। দুপক্ষের লড়াই চলাকালে পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত ও সিআরপিএফের দুই জওয়ান গুলিবিদ্ধ হন বলে এক টুইটে জানিয়েছেন তিনি। গোলাগুলি বন্ধ হওয়ার পর ওই এলাকায় লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে চিরুনি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
×