ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টির কবলে লর্ডস টেস্ট

প্রকাশিত: ০৭:১০, ১১ আগস্ট ২০১৮

 বৃষ্টির কবলে লর্ডস টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টের প্রথমদিনের পুরোটাই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শুক্রবার লন্ডনে ঝকঝকে রোদেই শুরু হয়েছিল দ্বিতীয়দিনের খেলা। টস জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মাত্র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বসে সফরকারী ভারত। ফের বৃষ্টি এলে ওই অবস্থায় লাঞ্চ বিরতি দেয়া হয়। বিরতির পর আর ২ ওভারের মধ্যে ফের বৃষ্টি। এ সময়ে ভারত হারায় আরও ১ উইকেট! ৮.৩ ওভারে ১৫ রান তুলতে ৩ উইকেট নেই বিরাট কোহলিদের। ব্যক্তিগত ০, ১ ও ৮ রানে আউট হয়েছেন মুরালি বিজয়, লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারা। গত ১৭ বছরে এই প্রথম লর্ডসের প্রথমদিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। একই কারণে ক্রিকেটের মক্কায় ঘণ্টা বাজানো হয়নি গ্রেট শচীন টেন্ডুলকরের। উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। ওপেন করতে নেমে ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে জেমস এ্যান্ডারসন বোল্ড করেন মুরালি বিজয়কে। ইংলিশ পেসারের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান ওপেনার লোকেশ রাহুল। এরপর ক্রিজে নামেন বিরাট কোহলি। কিন্তু সেই ওভারের মাঝেই ফের নামে বৃষ্টি। খেলা বন্ধ করে দিতে হয়। বৃষ্টির কারণে খেলা সম্ভব না হওয়ায় দিনের খেলার সপ্তম ওভারের শেষের আগেই লাঞ্চ নিতে হয়। অথচ মিষ্টি রোদ মাথায় নিয়েই লর্ডস টেস্টের দ্বিতীয়দিনে টস হয়েছিল। ভারতীয় দলে দু’টি পরিবর্তন করা হয়েছেÑ ফর্মে না থাকা শিখর ধাওয়ানকে বাদ দিয়ে ফেরানো হয়েছে চেতেশ্বর পুজারাকে। আর স্পিনার কুলদীপ যাদবকে খেলানো হচ্ছে পেসার উমেশ যাদবের জায়গায়। তার মানে ভারত ছয় স্পেশালিস্ট ব্যাটসম্যান, দুই স্পেশালিস্ট পেসার, দুই স্পিনার ও এক পেসার অলরাউন্ডার নিয়ে লর্ডস টেস্টে সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে নেমেছে। ভারতের হয়ে ওপেন করতে নামেন রাহুল ও বিজয়। রবিচন্দ্রন অশ্বিন এবার পাশে পাচ্ছেন কুলদীপ যাদবকে। এজবাস্টনে অশ্বিন দুটি ইনিংসেই ধস নামিয়েছিলেন। সীমিত ওভারের সিরিজে আবার কুলদীপ ইংল্যান্ড ব্যাটসম্যানদের পা কাঁপিয়ে দিয়েছিলেন। অন্যদিকে ইংল্যান্ড দলে দু’টি পরিবর্তন করেছে। বেন স্টোকসের বদলে খেলছেন ক্রিস ওকস। আর অভিষিক্ত ওলি পোপ খেলছেন ডেভিড মালানের পরিবর্তে।
×