ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত: ০৫:৩২, ১১ আগস্ট ২০১৮

 সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা

ভারতের ৩১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সব থেকে ধনী হলেন এন চন্দ্রবাবু নাইডু, আর সব থেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটির বেসরকারী সংস্থা এ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) প্রকাশিত তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। এডিআর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, অন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি। মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি এনটিআর রামা রাও-এর হাতে তৈরি তেলেগু দেশম পার্টির সভাপতিও অবিভক্ত তেলেঙ্গানার এই নেতা। ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন প্রেমা খান্ডু। বিজেপির অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ১২৯ কোটি টাকা। ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাবের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দর সিং। তার সম্পত্তির পরিমাণ ৪৮ কোটা টাকা। এই তালিকায় শেষের দিক রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। তার সম্পত্তির পরিমাণ মাত্র ৩০ লাখ টাকা।-এনডিটিভি অবলম্বনে।
×