ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গজনিতে তালেবান হামলা ॥ সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রকাশিত: ০৫:১৫, ১১ আগস্ট ২০১৮

  গজনিতে তালেবান হামলা ॥ সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা

আফগানিস্তানের গজনিতে হামলা করেছে তালেবান জঙ্গীরা। নগরীর বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা সড়কে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। শুক্রবার সকালে ভারি অস্ত্রসজ্জিত তালেবান জঙ্গীরা গজনিতে প্রবেশ করে কয়েকটি পুলিশ চেকপোস্ট পুড়িয়ে দেয়। কয়েকটি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গোলাবর্ষণ করে তারা নগরীর কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানান আফগান কর্মকর্তারা। তবে তালেবান গাজনির কত অংশ দখল করে নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইয়াহু নিউজ। গজনি পুলিশ প্রধান জেনারেল ফরিদ আহমদ মাশাল বলেন, তালেবানরা নগরীর বেশ কয়েকটি এলাকা দখল করেছে। আফগান বাহিনীকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র কয়েকটি সামরিক হেলিকপ্টার ও ড্রোন পাঠিয়েছে। রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে গাজনিতে লড়াই শুরু হয়। এরই মধ্যে আফগান বাহিনী সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।
×