ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিকে চাপে ফেলতে ইংলিশদের নতুন কৌশল

প্রকাশিত: ০৭:০৩, ৮ আগস্ট ২০১৮

কোহলিকে চাপে ফেলতে ইংলিশদের নতুন কৌশল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের যে কোন প্রান্তে যে কোন বোলারের জন্য রীতিমতো যমদূত তিনি। সমানে শাসন করে ওয়ানডের পর টেস্ট র‌্যাঙ্কিংয়েও উঠে এসেছেন এক নম্বরে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে তুলে এনেছেন শীর্ষে। এজবাস্টন টেস্টে ১৫১ ও ৪৯ রানের অবিশ্বাস্য দুটি ইনিংস খেলে বলতে গেলে একাই ম্যাচটা জমিয়ে তুলেছিলেন। এমন একজনকেও থামানো সম্ভব? অনেকের মতে, সেটা সত্যি কঠিন। পাঁচ টেস্টের বহুল আলোচিত সিরিজে তাই কোহলিকে মানসিক চাপে রাখতে ভিন্ন কৌশল নিয়ে এগোবে স্বাগতিক ইংলিশরা। ভারতের অন্য ব্যাটসম্যানদের দাঁড়াতেই দিতে চায় না তারা, যাতে করে প্রতিপক্ষ অধিনায়কের ওপর অনেক বেশি চাপ তৈরি হয়। ১-০তে এগিয়ে থাকা সিরিজে ভাল খেলার ধারাবাহিকতা রাখার প্রত্যয় ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিসের কণ্ঠে। বৃহস্পতিবার লর্ডসে শুরু দ্বিতীয় টেস্ট। ইংলিশ কোচ বলেন, ‘কোহলি যদি বিশ্বের সেরা ব্যাটসম্যান নাও হয় তাহলেও খুব কাছাকাছি থাকবে। এজবাস্টন টেস্টের প্রথম আর দ্বিতীয় ইনিংসে যে খেলাটা খেলল তা সত্যিই অসাধারণ। আমরা যদি ভারতের অন্য ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে পারি তাহলে অধিনায়কের ওপর বাড়তি চাপ তৈরি হবে। আমার বোলাররা সেটাই করতে চায়। নাম্বার ওয়ান দলের বিপক্ষে প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়া দারুণ ব্যাপার। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ বেইলিসের ধারণা কোহলি যত বড় মাপের ব্যাটসম্যানই হোক তাকে চাপে ফেলা সম্ভব, ‘ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান। এই তো আমাদের দলটাকেই দেখুন। এমন কয়েকজন ক্রিকেটার আছে যারা এখনও দলে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। এর ফলে চাপটা এসে পড়ছে জো রুট, জনি বেয়ারস্টোর মতো অভিজ্ঞদের ওপর। বেইলিস আরও বলেন, ‘এজবাস্টনে দু’দলের চার ইনিংসেই দ্রুত উইকেট পড়েছে। ব্যাট করার সময় কেউই স্বচ্ছন্দ ছিল না। এমনকি কোহলিও নয়। আমার মনে হয়, প্রথমদিকে সে যথেষ্ট অস্বস্তিতে ছিল। হয়তো বাইরে থেকে দেখে পুরোটা বোঝা যায়নি কিন্তু এজবাস্টনের পিচে ব্যাট করতে সত্যিই সমস্যা হয়েছে।’ সুপার কোহলিকে চাপে ফেলার কৌশল বের করলেও ভারতকে নিয়ে সতর্ক বেইলিস। তিনি মনে করেন, প্রথম টেস্টের ভুল থেকে দ্রুত শিক্ষা নেবে সফরকারীরা, ‘আমরা যেমন স্পিন খেলার ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ওরাও তেমন সুইং সামলানোর ব্যাপার নিয়ে নিশ্চয়ই বসবে। ভারত খুব ভাল দল। আমাদের সতর্ক থাকতে হবে।’ গত বছর ব্রিস্টলে পানশালার বাইরে মারামারিতে জড়ানো বেন স্টোকসের শুনানি চলছে। লর্ডস টেস্টে তাই দলে নেই এই তারকা অলরাউন্ডার। পরিবর্তে ফিট হয়ে ফিরেছে ক্রিস ওকস। এ প্রসঙ্গে ইংল্যান্ড কোচের বক্তব্য, ‘স্টোকস সবসময়ই পার্থক্য গড়ে দেয়া ক্রিকেটার। কিন্তু আদালতের এইসব বিষয়ে কিছু করার নেই। আর ক্রিস এখন ঠিক আছে। নেটে ১৪ ওভার বল করেছে। পুরোপুরি ফিট। আমার মনে হয় না কোন সমস্যা হবে।’ ৩১ রানের নাটকীয় জয় পেলেও প্রথম টেস্টে ইংলিশ ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন সফরকারী স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, ‘সে সত্যিই খুব ভাল বল করছে। বিশেষ করে বাঁ হাতিদের বিপক্ষে। আমাদের এ বিষয় নিয়ে বসতে হবে। দেখতে হবে, কিভাবে অশ্বিনের মতো কোয়ালিটি স্পিনারকে ভালভাবে সামলানো যায়।’
×