ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দরিদ্র নারীদের চেক বিতরণ

প্রকাশিত: ০৬:৫৪, ৮ আগস্ট ২০১৮

দরিদ্র নারীদের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ আগস্ট ॥ দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁও এলজিইডির আওতায় বাস্তবায়িত আরইআরএসপি-২ প্রকল্পের সঞ্চিত অর্থের এক কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দুই শ’ ১০ মহিলা কর্মীর হাতে এ চেকগুলো তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা এলজিডির ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সরদার প্রমুখ। ৪০ হাজার ডলারসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাচারের সময় ৪০ হাজার ইউএস ডলারসহ জিসান শেখ নামে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পার হওয়ার পর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী ভারতের ২৪ পরগনা কলকাতার ইকবালপুর এলাকার মোশারেফ হোসেনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার ওই যাত্রী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আসে। পরে সন্দেহজনকভাবে তার শরীর তল্লাশি করা হলে ওই যাত্রী তার জুতার মধ্যে ৪০ হাজার ইউ এস ডলার থাকার কথা স্বীকার করে।
×