ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোট কারচুপির প্রতিবাদে কাল থেকে পাকিস্তানে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৫, ৮ আগস্ট ২০১৮

ভোট কারচুপির প্রতিবাদে কাল থেকে পাকিস্তানে বিক্ষোভ

পাকিস্তানে অল পার্টিস কনফারেন্সের (এপিসি) এক বৈঠকে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে ৯ আগস্ট থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেশোয়ারে সোমবার অনুষ্ঠিত এপিসির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পার্লামেন্টের ভেতরে ও বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রতি কঠিন মনোভাব অব্যাহত রাখার জন্যও একমত প্রকাশ করা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। ইসলামবাদে গত সপ্তাহে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে উদ্যোগটি নেয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। হাজী সিফগাতের নেতৃত্বে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, পেশোয়ার জামায়াত-ই-ইসলামীর (জেআই) প্রধান সাবির আওয়ানের নেতৃত্বে জেআই, মাওলানা খাইরুল বাশারের নেতৃত্বে জমিয়াত উলেমা-ই-ইসলাম ও মালিক গোলাম মুস্তাফার প্রতিনিধিত্বে আওয়ামী ন্যাশনাল পার্টির প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন। দলগুলো দাবি করে, নির্বাচন কমিশন গোপন কৌশল প্রক্রিয়ার মাধ্যমে পিটিআইকে স্পষ্টভাবে বিজয়ী করেছে।
×