ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্য ও ইউএইর প্রতিনিধির সঙ্গে ইমরান খানের বৈঠক

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আশাবাদী পিটিআই

প্রকাশিত: ০৩:৫১, ৬ আগস্ট ২০১৮

  পাচার হওয়া সম্পদ ফিরিয়ে  আনতে আশাবাদী পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি শনিবার নিশ্চিত করেছে যে, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির সঙ্গে ইমরান খানের সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। দেশটিতে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হওয়ার পর ওই দেশগুলোর প্রতিনিধিরা দলটির নেতা ইমরান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এক্সপ্রেস ট্রিবিউন। ইমরান খান যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বলেন যেসব পাকিস্তানী বিদেশে বিপুল পরিমাণ সম্পদ পাচার করেছেন তাদের সম্পর্কে খোঁজ দিতে ওই দেশগুলোর সহায়তা করা উচিত। দেশগুলোর সহযোগিতায় লুট হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। পিটিআইর মুখপত্র ফাওয়াদ চৌধুুরী এ কথা বলেছেন। ইমরান খানের ব্যক্তিগত বাসভবন বানি গালায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিটিআইর মুখপাত্র বলেন, ‘ইমরান ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। এসব বৈঠক পূর্ববর্তী সরকারের কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে যাদের বিদেশে বিশাল অঙ্কের সম্পদ রয়েছে। পিটিআইর নেতৃত্বে নতুন যে সরকার আসছে তারা অর্থ পাচারের বিরুদ্ধে কাঠোর পদক্ষেপ নেবে। ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি) মঙ্গলবার অফিসিয়াল ফল ঘোষণা করবে। এর আগে স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপিদের স্বতন্ত্র থাকা অথবা কোন দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন দিন সময় দেয়। পিটিআইর মুখপাত্র বলেন, সব স্বতন্ত্র এমএনএ এবং এমপিএ পিটিআইতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তারা পার্টির কাছে কাগজপত্রও জমা দিয়েছেন। নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনগুলো পূরণের জন্য ইসিপি ১১ আগস্ট পর্যন্ত সময় ঠিক করে দিয়েছে। তিনি আরও জানান, যেকোন আসনে ভোট পুনর্গণনা নিয়ে পিটিআইয়ের কোন আপত্তি নেই। তিনি বলেন, এ পর্যন্ত ৪৮টির মতো আসনে ভোট পুনর্গণনা হয়েছে। এতে ফল খুব বেশি হেরফের হয়নি। সব বিরোধী দলেরই প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে কাজটি করার এখতিয়ার কেবল সরকারের আছে। পিটিআইর আগে বিরোধীদের দাবি মতো যেকোন আসনে ভোট পুনর্গণনা সমর্থন করেছিল।
×