ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরগুনায় অপহৃত কলেজ ছাত্রের সন্ধান দাবি

প্রকাশিত: ০৭:০৪, ৫ আগস্ট ২০১৮

বরগুনায় অপহৃত কলেজ ছাত্রের সন্ধান দাবি

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৪ আগস্ট ॥ বরগুনায় অপহৃত কলেজ ছাত্রের সন্ধানের দাবিতে শনিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা গেছে, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ মড়খালী গ্রামের মৃত গোলাম কবির মাতুব্বরের একমাত্র সন্তান আতিকুর রহমান শাওনকে (বাবু) ১২ জুলাই রাত দু টার দিকে ১০/১২ জন অজ্ঞাত লোক দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শাওন বরগুনা সরকারী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার ২২ দিন অতিবাহিত হলেও নিখোঁজ শাওনের কোন সন্ধান না পাওয়ায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, নিখোঁজ শাওনের মা লাকি বেগম, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক স্বপন, জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা, শাওনের চাচা শানু মাতুব্বর, ইউপি সদস্য জসিম মাতুব্বর ও ছাত্রলীগ নেতা শিমুল। বক্তারা অপহৃত শাওনকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। মাধবপুরে মাদকের বিরুদ্ধে শপথ সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৪ আগস্ট ॥ মাধবপুরে উপজেলা সদরে অবস্থিত মাধবপুর এসএসইউ ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের দাবি আন্দোলন সমর্থন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হবার শপথ নিয়েছে। শনিবার সকালে কলেজ শ্রেণীকক্ষে সহস্রাধিক ছাত্রছাত্রী এ শপথ নেন। কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন জানান, শনিবার সকালে কিছু শিক্ষার্থী নিরাপথ সড়ক আন্দোলন সমর্থন করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত করলে তারা শ্রেণীকক্ষে ফিরে যায়। হামদর্দের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পহেলা আগস্ট হামদর্দ-এর ১১৩তম প্রতিষ্ঠা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হামদর্দের নতুন প্রধান কার্যালয়, বাংলামটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব আনিসুল হক, পরিচালক প্রটোকল ও লিগ্যাল এ্যাফেয়ার্স মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব.), পরিচালক মার্কেটিং ও বিক্রয় সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া ও হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি।
×