ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা পাঁচবার জয়

প্রকাশিত: ০৬:৩৮, ৩ আগস্ট ২০১৮

টানা পাঁচবার জয়

পাকিস্তানে সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন ড. ফাহমিদা মির্জা। দেশটির ইতিহাসে কোন নারীর এমন কৃতিত্ব এটাই প্রথম। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি পার্লামেন্টের স্পীকার ছিলেন। ১৯৯৭ সাল থেকে পিপিপির সঙ্গে যুক্ত থাকলেও গত বছর ওই দল ছেড়ে তিনি গ্র্যান্ড ডেমোক্র্যাটিক এ্যালায়েন্সে যোগ দেন। মাত্র ৮৬০ ভোটের ব্যবধানে তিনি পিপিপির প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন -দ্য নেশন ‘গণিতের নোবেল’ জয় ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক প্রফেসর অকশয় ভেঙ্কাটেশ ফিল্ড মেডেল পেয়েছেন। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস ইউনিয়নের দেয়া পুরস্কারটি গণিতের নোবেল হিসেবে গণ্য হয়ে থাকে। পুরস্কারটি চার বছর পর পর দেয়া হয়। একজন কানাডীয় গণিতবিদ ২০০৬ সালে এটি প্রবর্তন করেন। ছোটবেলা থেকেই ভেঙ্কাটেশের গণিত প্রতিভার বিকশিত হতে দেখা যায়। ওই সময় থেকেই তিনি বলতেন বড় হয়ে আমি একজন গণিতবিদ হব -এবিসি নিউজ
×