ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধসে যাচ্ছে চীনের মহাপ্রাচীর

প্রকাশিত: ০৬:৩৭, ৩ আগস্ট ২০১৮

ধসে যাচ্ছে চীনের মহাপ্রাচীর

ভারি বর্ষণের কারণে চীনের মহাপ্রাচীরের একটা অংশ সম্প্রতি ধসে পড়েছে। এর ফলে সমালোচকদের দীর্ঘদিনের দাবি আবারও সামনে এসেছে। তারা সংস্কার না করাকে এর জন্য দায়ী করেছেন যা এটাকে দুর্বল করে দিয়েছে। ভারি বৃষ্টিপাতের কয়েক দিন পর সাংসি প্রদেশের দিয়া কাউন্টিতে মহাপ্রাচীরের একটি ক্ষতিগ্রস্ত অংশ ধসে পড়ে। এটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ইয়ামেন পাসের নিকটবর্তী একটি অংশ। ডেইলি কলার। নাগরিক অধিকার গ্রুপগুলো মহাপ্রাচীরের পাশাপাশি অন্যান্য স্থাপনাগুলোতে আধুনিক সংস্কার প্রকল্প গ্রহণ না করার সমালোচনা করেছে। এর ফলে স্মৃতিস্তম্ভগুলোর ঐতিহাসিক অক্ষ-তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ক্ষেত্রে এগুলোর ভীত দুর্বল হয়ে পড়েছে। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ইয়েলো নদীর পাশে মহাপ্রচীরের আরও একটি অংশ নির্মাণ কাজ ও বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে। জুনে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনে দাবি করা হয় সাংসির ড্যাটংয়ে প্রাচীর মেরামতের জন্য ছদ্মাবেশে প্রাচীন জিনিসপত্র আধুনিক জিনিসপত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
×