ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসম নিয়ে মন্তব্য ॥ মমতার বিরুদ্ধে বিজেপির মামলা

প্রকাশিত: ০৬:৩৬, ২ আগস্ট ২০১৮

অসম নিয়ে মন্তব্য ॥ মমতার বিরুদ্ধে বিজেপির মামলা

ঘৃণা ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ এনে বিজেপির যুব শাখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) বিরুদ্ধে তার এক মন্তব্যের জেরে এ অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা মঙ্গলবার অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়া থানায় এ মামলা দায়ের করে। এনআরসি থেকে ৪০ লাখ লোক বাদ পড়ার ঘটনা একটি গৃহযুদ্ধ ডেকে আনতে পারে বলে মমতা বিজেপিকে সতর্ক করার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হলো। ইন্ডিয়ান এক্সপ্রেস। ক্যাথলিক বিশপের এক সম্মেলনে বক্তৃতায় মমতা বলেন, যারা এখানে ১০০, ২০০ বা ৩০ বছর ধরে বসবাস করছেন তাদের আপনি তাড়িয়ে দিতে পারেন না। কিভাবে ভারতীয়রা বিদেশী হয়ে গেল তা দেখে আমি শোকাহত। আমি আরও দেখে শোকাহত যে সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের স্বজনরা এনআরসির তালিকায় নেই। অভিযোগ দায়ের করার পর স্থানীয় বিজেপি যুব শাখার এক নেতা বলেন যে, ‘অসম নিয়ে মমতার উদ্বেগের কোন দরকার নেই। বরং বাঙালীরা পশ্চিমবঙ্গে যেভাবে বাস করে তার চেয়ে এখানে তারা অধিক শান্তিতে বসবাস করছে। তিনি যা বলছেন তা ভিত্তিহীন। তিনি অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছেন।’ এদিকে বিজেপি সভাপতি অমিত শাহ তৃণমূল নেত্রীকে তার মন্তব্যের ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভোট ব্যাংক রাজনীতি চরিতার্থ করার জন্য মমতাকে অভিযোগ করেছেন। অমিত শাহ বলেন, ‘তার ব্যাখ্যা করা উচিত কি ধরনের গৃহযুদ্ধের কথা তিনি বলছেন। মমতাজী ভোট ব্যাংক ছাড়া আর কিছুই দেখছেন না। প্রত্যেকেরই তাদের নিজেদের প্রিজন রয়েছে। আমরা দেখছি জাতীয় স্বার্থ আর তিনি অন্য জিনিসের দিকে নজর দিচ্ছেন।’ মমতা তিনদিনের সফরে এখন দিল্লী রয়েছেন। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একটি ফেডারেল ফ্রন্ট গঠনে কৌশল নির্ধারণের অংশ হিসেবে বুধবার তার সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনার কথা রয়েছে। মমতা মঙ্গলবার এনসিপি নেতা সরদ পাওয়ার এবং তার মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মমতা বলেন, ২০১৯ সালের ১৯ জানুয়ারি কলকাতায় এক সমাবেশে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানিয়েছেন।
×