ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মান্ধানার দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

প্রকাশিত: ০৭:০০, ৩১ জুলাই ২০১৮

মান্ধানার দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ধুরন্ধর ব্যাটিংয়ের জন্যই প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডে মেয়েদের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন। স্মৃতি মান্ধানা নিজের সেই মারমুখী ব্যাটিংটাই দেখালেন, নাম তুললেন রেকর্ড বইয়ে। মেয়েদের টি২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন এই ভারতীয় ওপেনার। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কিয়া সুপার লীগ টি২০’র ম্যাচে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মান্ধানা। ইংলিশ ঘরোয়া টুর্নামেন্টের যা রেকর্ড দ্রুততম ও মেয়েদের টি২০তে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির নজির। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক হয়েছেন মান্ধানা। ২০০৫ সালে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৮ বলে হাফ সেঞ্চরি করেছিলেন কিউই প্রমিলা তারকা সোফি। মজার বিষয়, মান্ধানা এদিন সেই রেকর্ড ছোঁয়ার সময় সোফি মাঠেই ছিলেন, প্রতিপক্ষ দলের হয়ে তিনিও করেছেন ২১ বল খেলে অপরাজিত ৪৬ দারুণ এক ইনিংস! ওয়েস্টার্ন স্টোর্মের হয়ে ১৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫২ রান করেন মান্ধানা। তাতে বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচে ২ উইকেটে ৮৫ রান তোলে ওয়েস্টার্ন স্টোর্ম। প্রতিপক্ষ লুকবার্গ লাইটিংকে ৬৭ রানে থামিয়ে ১৮ রানের জয় পেয়েছে মান্ধানার দল। মান্ধানা ভারতের হয়ে এ পর্যন্ত ৪২টি টি২০ ম্যাচ খেলেছেন। সেখানে ৫ হাফ সেঞ্চুরিতে করেছেন ৮৫৭ রান। ৪১টি ওয়ানডেতে ৩৭.৫৩ গড়ে করেছেন ১৪৬৪ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে আছে ১১টি ফিফটি। পরিসংখ্যানই বলে ২২ বছর বয়সী ব্যাটার আসলে কতটা প্রতিভাবান, কতটা বিধ্বংসী। মজার বিষয়, ছেলে ও মেয়েদের টি২০Ñ দুটিরই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে এখন ভারতীয় ক্রিকেটারের নাম। ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করে ছেলেদের রেকর্ডটা গড়েছিলেন যুবরাজ সিং। পরে অবশ্য আইপিএলে যুবরাজের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন ক্রিস গেইল। মান্ধানার রেকর্ডটাও ক্লাব ক্রিকেটেই।
×