ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার ইয়াবাসহ আটক মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষক

প্রকাশিত: ০৭:০৩, ২৯ জুলাই ২০১৮

এবার ইয়াবাসহ আটক মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এবার ইয়াবাসহ ধরা পড়ল মসজিদের মুয়াজ্জিন ও এক মাদ্রসা শিক্ষক। পুলিশের চোখ ফাঁকি দিতে এই হুজুরেরা ইয়াবা পাচারে নেমেছে। বেশকয়েক চালান পাচার করেছে বলে শুক্রবার পুলিশী জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। ইয়াবা গডফাদাররা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ইয়াবা পাচারের মতো অবৈধ কাজে লাগিয়ে মাদক ব্যবসাকে চাঙ্গা অবস্থানে রাখতে চায় বলে অভিযোগ উঠেছে। কক্সবাজার কেন্দ্রিক এসব হুজুর থেকে অর্ধ কোটি টাকার ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকার হোটেল ম্যানিলার সামনে থাকা চট্টগ্রাম রেল স্টেশনের প্রবেশ মুখে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজারের মহেশখালী এলাকার রাজোয়ার ঘোনার মৃত কবীর আহমদের ছেলে মোঃ বেলাল (২৯) ও একই এলাকার তাজর মুল্লুকের ছেলে আবুল বশর (৩৫) কে চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে আটক করেছে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে আড়াই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন সময়ে ইয়াবা পাচারের তথ্য প্রকাশ করেছে। এ ছাড়াও তাদের সঙ্গে থাকা পলাতক আরেক জনের নাম জানিয়েছে পুলিশকে। পাচার কৌশল পরিবর্তনের কথাও জানিয়েছে আটককৃতরা। গ্রেফতারকৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দের মধ্যদিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে বেলাল আরও জানিয়েছে, রামুর কাউয়ারকূপ জামে মসজিদের মুয়াজ্জিন। আর রামুর হেদায়েতুল উলুম নামের একটি হেফজ খানায় শিক্ষকতা করে আবুল বশর। তারা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত নয় দাবি করে পুলিশকে জানিয়েছে তারা শুধু পৌঁছে দেয়ার কাজ করে। এর বিনিময়ে তারা জনপ্রতি ১০/১২ হাজার টাকা পায়।
×