ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম হিন্দু এমপি

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ জুলাই ২০১৮

প্রথম হিন্দু এমপি

এই প্রথম পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়লাভ করলেন কোন হিন্দু প্রার্থী। পাকিস্তান পিপলস পার্টির এই নেতার নাম মহেশ মালানি। ২০০২ সালে দেশটিতে সংখ্যালঘুরা ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পায়। এন এ-২২২ বা থারপার্কার-২ আসন থেকে প্রার্থী হয়ে ১৪ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হন তিনি। ২০১৩ সালে সিন্ধু প্রাদেশিক পরিষদে প্রথম অমুসলিম হিসেবে নির্বাচনে জয়লাভ করেন তিনি -ইন্ডিপেন্ডেন্ট জেলখানায় হ্যাকিং যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ৩৬৪ কয়েদি জেলখানায় বসে সফটওয়্যার হ্যাক করে প্রায় দুই লাখ ২৫ হাজার ডলার হাতিয়ে নিয়েছে। মার্কিন জেলখানাগুলোতে কয়েদিদের জন্য নির্ধারিত জেপে সফটওয়্যার হ্যাক করে ওই অর্থ সরিয়ে নেয়া হয়েছিল বলে আইডাহোর সংশোধন বিভাগের মুখপাত্র জেফ রে জানান। এই সফটওয়্যারটির মাধ্যমে কয়েদিরা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ, অর্থ স্থানান্তর, শিক্ষামূলক অনুষ্ঠান, গান ও গেমস ডাউনলোড করার সুবিধা পেয়ে থাকেন –বিবিসি
×