ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

প্রকাশিত: ০৬:৫২, ২৯ জুলাই ২০১৮

সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় গুপ্তচরবৃত্তির সময় এটির ওপর হামলা চালানো হলে তা সৌদি আরবের আসির প্রদেশে ভেঙ্গে পড়ে। ইয়েমেনের আল-মাসিরা স্যাটেলাইট টিভি জানিয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের গোয়েন্দা ড্রোনটি আসির প্রদেশের আর-রাবু এলাকায় বিধ্বস্ত হয়েছে। খবর ওয়েবসাইট। এর আগে গত সোমবার ইয়েমেনের জনপ্রিয় হুতি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা সমৃদ্ধ সেনাবাহিনী একই ধরনের আরেকটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছিল। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের রাশাহা এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। তিন বছরেরও বেশি সময় আগে সৌদি আরব তার দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের যোদ্ধারা ২০টি সৌদি গোয়েন্দা ড্রোন গুলি করে নামিয়েছে। ২০১৫ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানসহ প্রায় ২০টি দেশকে নিয়ে সামরিক জোট গঠন করে ইয়েমেনের ওপর আগ্রাসন শুরু করে সৌদি আরব। সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানো এবং হুতি আনসারুল্লাহ আন্দোলনকে দমন করা ছিল এ আগ্রাসনের উদ্দেশ্য। কিন্তু তিন বছরেরও বেশি সময় পর রিয়াদ এখন পর্যন্ত তার কোন লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
×