ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবেম্বরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৬:৪৪, ২৭ জুলাই ২০১৮

 নবেম্বরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১৯৯৯ সাল থেকে খেলা হয়। ২০০২ সাল থেকে শুরু হয় দুই দলের মধ্যকার টেস্ট খেলাও। কিন্তু এত বছরেও একবারই শুধু বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটি ২০১২ সালে। এরপর আসছে নবেম্বরে আবার বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সেটি পূর্ণাঙ্গ সিরিজ। এখন চলছে দুই দলের মধ্যকার সিরিজ। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ চলছে। ১-১ সমতায় আছে ওয়ানডে সিরিজ। এরপর হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। সিরিজ চলছে ওয়েস্ট ইন্ডিজে। যখন ওয়েস্ট ইন্ডিজে সিরিজ চলছে, তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই দলের মধ্যকার বাংলাদেশে অনুষ্ঠেয় সিরিজের সূচী ঘোষণা করেছে। সূচী অনুযায়ী দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ থাকছে। এ সিরিজে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের ওয়ানডে ম্যাচ হবে। ২২ থেকে ২৬ নবেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩০ নবেম্বর থেকে ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে মিরপুরেই। এরপর ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেতেও একই ভেন্যুতে হবে। ১৪ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে আবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। ১৭ ডিসেম্বর প্রথম টি২০ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। এরপর ২০ ডিসেম্বর দ্বিতীয় টি২০ মিরপুরে ও ২২ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি২০ একই ভেন্যুতে হবে। এই সিরিজে ওয়ানডে ও টি২০ ম্যাচগুলো হবে দিবা-রাত্রির। আর এই সিরিজের মাধ্যমেই ওয়ানডে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সিরিজ শুরুর আগে ১৮ ও ১৯ নবেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ (দুইদিনের) খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ডিসেম্বর ফতুল্লায় একদিনের একটি প্রস্তুতি ম্যাচও হবে। ৩৮ দিনের লম্বা সফরে নবেম্বরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
×