ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি মর্গে যুবকের লাশ ॥ দিশেহারা পরিবার

প্রকাশিত: ০৬:৩১, ২৪ জুলাই ২০১৮

সৌদি মর্গে যুবকের লাশ ॥ দিশেহারা পরিবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জীবন-জীবিকার তাড়নায় ৮ মাস আগে ৫ লাখ টাকা খরচ করে সৌদি আরব পাড়ি জমিয়েছিল রাজশাহীর বাঘা উপজেলার গোকুলপুর গ্রামের যুবক বাবুল ইসলাম। কিন্তু সেখানে পৌঁছে ভাল কোন কাজ মেলাতে পারেননি তিনি। কারণ তার ছিল না বৈধ ভিসা। অবশেষে হার্ট এ্যাটাক করে এক সপ্তাহ আগে মারা গেছেন তিনি। এখন তার লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে বিপাকে পড়েছেন তার পরিবারের সদস্যরা। বাবলুর বড় ভাই আসাদুল ইসলাম বাঘা থানা পুলিশকে জানায়, ৮ মাস আগে বাঘা উপজেলার আদম ব্যবসায়ী আমির গাজীর মাধ্যমে ৫ লাখ টাকায় তিনি তার ছোট ভাইকে সৌদি আরব পাঠান। কথা ছিল সেখানে গিয়ে একটি কোম্পানিতে তার ভাইকে কাজ দেয়া হবে। কিন্তু গত ৮ মাসেও আমির গাজী তার ভাইকে কোন কাজ দিতে পারেনি। ফলে মানসিক চিন্তায় সে দিশেহারা হয়ে পড়ে। ১৫ জুলাই সেখানেই হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়। এরপর থেকে তার লাশ সৌদি আরবের দাম্মাম শহরের খোরার হাসপাতালে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে থানায় অভিযোগ দায়েরের পর আদম ব্যবসায়ী আমির গাজীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাবুল ইসলামকে ঢাকায় অবস্থিত এনাম ট্রাভেলেসের মাধ্যমে সৌদি আরব পাঠানোর সত্যতা স্বীকার করেন। কক্সবাজার পৌর নির্বাচন কাল স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কাল বুধবার কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার বন্ধ রয়েছে। এ পর্যন্ত প্রচারে তেমন অপ্রীতিকর কিছু ঘটেনি। নির্বাচন সুষ্ঠু করতে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, এই প্রথম কক্সবাজারে পরীক্ষামূলক তিনটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। কক্সবাজার পৌরসভার ১২টি নির্বাচনী ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ৩৯টি। মোট ভোটার ৮৩ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও মহিলা ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। ১২ ওয়ার্ডে কেন্দ্র রয়েছে ৩৯টি। ওইসব কেন্দ্রে মোট ভোট কক্ষ ২২৪টি। অস্থায়ী কক্ষ থাকবে ১১টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬ জন প্রার্থী। মেয়র পদে লড়ছেন ৫ জন, ৪টি নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং ১২ ওয়ার্ডে ৬৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×