ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ১৯

প্রকাশিত: ০৬:০৩, ২৪ জুলাই ২০১৮

ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ১৯

ভিয়েতনামে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। রবিবার সরকারী সূত্রে এ কথা জানা গেছে। বন্যার কারণে দুর্গত এলাকার বাসিন্দারা উঁচু জায়গায় আশ্রয়ের চেষ্টা চালাচ্ছে। ক্রান্তীয় অঞ্চলের দেশ ভিয়েতনামে প্রতি বছরই ঝড় ও বন্যা আঘাত হানে এবং অসংখ্য প্রাণহানি ঘটে। খবর এএফপির। এদিকে লঘুচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় সন থিন বুধবার ভিয়েতনামে আঘাত হানে। এটি দেশটিতে চলতি বছরে আঘাত হানা তৃতীয় গ্রীষ্মম-লীয় ঝড়। দুর্যোগ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ে ১৯ জনের প্রাণহানি হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে। ভারি বর্ষণের কারণে রাজধানী হ্যানয়সহ শহর ও শহরের বাইরে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। আগামী কয়েকদিনও এ অবস্থা চলবে বলে সতর্ক করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, রাজধানীর কাছে চুয়ং মাই জেলার বাসিন্দাদের বন্যা থেকে রক্ষা পেতে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইসরাইল ও ফিলিস্তিনের প্রতি ভয়াবহ সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার উভয়পক্ষের সংঘাতে পাঁচজনের প্রাণহানির পর তিনি এ আহ্বান জানান। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজা ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সংঘাত বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। হামাস ও ইসরাইলের মধ্যে ২০১৪ সালের পর সম্প্রতি সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে। শুক্রবারের সংঘাতে চার ফিলিস্তিনী ও এক ইসরাইলী সৈন্য নিহত হয়েছে। তিনি গাজায় মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল পক্ষকে জাতিসংঘের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেন। -এএফপি
×