ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ দুর্নীতি

খালেদার আপীল আজ পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০৫:১৩, ২৩ জুলাই ২০১৮

 খালেদার আপীল আজ পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল শুনানি আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল শুনানি ষষ্ঠ দিনের মতো শেষ হয়েছে। আজ সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে হাইকোর্ট। রবিবার ষষ্ঠ দিনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করে। গত ১২ জুলাই থেকে আপীল শুনানি শুরু হয়। আপীল শুনানিতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। আইনজীবীরা এ মামলার দুদকের ৯ ও ১৫ নম্বর সাক্ষীর জবানবন্দীর ও জেরা পড়ে শোনান।
×