ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী

প্রকাশিত: ০৬:৩২, ২২ জুলাই ২০১৮

আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ‘তীর আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী’র উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। কর্মসূচীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত আলী। তাকে সহাযোগিতা করছেন সুকান্ত কুমার বিশ্বাস। নড়াইল জেলার ১০ দিনব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচীর প্রথমদিনে ১০০ বালক ও বালিকা অংশগ্রহণ করেছে। বাছাইয়ের মাধ্যমে ২০ বালক ও বালিকাকে প্রশিক্ষণ দিয়ে আগামী ৩০ জুলাই কর্মসূচী শেষ হবে। ওয়াইল্ড কার্ড নিয়ে মন্ট্রিয়েল ওপেনে বাউচার্ড স্পোর্টস রিপোর্টার ॥ ওয়াইল্ড কার্ডে মন্ট্রিয়েল ওপেন ডব্লিউটিএ খেলার সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী কানাডিয়ান সুন্দরী টেনিস তারকা ইউজেনি বাউচার্ড। ‘ইউজেনি সম্প্রতি দারুণ উন্নতি করেছে। আমরা তাকে নিয়ে আশাবাদী। আশা করছি মন্ট্রিয়েলে সে তার সেরাটা দিতে পারবে।’ বলেন টুর্নামেন্ট ডিরেক্টর ইউজিন লিপেরি। তিনি আরও জানিয়েছেন ৬ আগস্ট প্রথমদিনেই কোর্টে নামবেন বাউচার্ড। ১৪৬ র‌্যাঙ্কিংধারী এ টেনিসকুইন চার বছর আগে উইম্বলডনে অংশ নিলেও হতাশ করেছিলেন। এমনকি পরবর্তী টুর্নামেন্টগুলোতেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবু ঘরের মাঠে খেলা বলে এবার তাকে নিয়ে স্বপ্ন দেখছে কানাডা। আপীল করবেন না শেহজাদ স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন পাকিস্তানী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। অভিযোগের বিপক্ষে তার আপীলের শেষদিন ২৭ জুলাই পর্যন্ত। কিন্তু অভিযোগের বিপক্ষে আপীল না করার সিদ্ধান্ত নিয়েছেন। মার্চে ঘরোয়া ক্রিকেট চলাকালে ডোপ পরীক্ষা করা হয় সব ক্রিকেটারের। সেখানেই পরীক্ষায় পজিটিভ হন ২৬ বছর বয়সী শেহজাদ। অভিযোগ আনার সময় থেকেই সবধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ শেহজাদ। চূড়ান্ত শাস্তি অবশ্য নির্ধারণ হয়নি। এখন আপীল না করায় বিশ্ব এ্যান্টি ডোপিং সংস্থার নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হবে শেহজাদকে।
×