ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বাসে ছুরি হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:৩৯, ২২ জুলাই ২০১৮

জার্মানিতে বাসে ছুরি হামলা ॥ আহত ১০

জার্মানির লুবেক শহরে যাত্রীবাহী একটি বাসে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদমাধ্যমে ১৪ জন আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। বিবিসি। গুরুতর আহত যাত্রী একজন বৃদ্ধাকে তার আসন ছেড়ে দেয়ার সঙ্গে সঙ্গে হামলাকারী তার বুকে ছুরি মারে। বাসচালক দ্রুত রাস্তার পাশে বাস থামিয়ে যাত্রীদের বেরিয়ে যেতে দেন। হামলাকারী ৩৪ বছরের জার্মান, তাকে আটক করা হয়েছে। রাজনৈতিক বিদ্বেষ এ ঘটনার কারণ নয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বাস থেকে একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়েছে। ‘দাহ্য বস্তু থাকায়’ সেটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। তবে সেখানে কোন বিস্ফোরক ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ঠিক কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ মারা যাননি। হামলার কারণ এখনও অজানা, তদন্ত চলছে।’ হামলাকারী লুবেকের বাসিন্দা। সন্ত্রাসবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার কোন তথ্য এখনও পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ। গরু পাচারকারী সন্দেহে রাজস্থানে যুবককে পিটিয়ে হত্যা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গরু পাচারকারী সন্দেহে ২৮ বছর বয়সী এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে আকবর নামে ওই যুবক দুটি গরু পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের নিজের গ্রামে নিয়ে যাওয়ার পথে ৫-৭ জন দুর্বৃত্ত তার ওপর হামলে পড়ে বলে জানিয়েছে রাজস্থান পুলিশ। গুরুতর আহত আকবরকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। শনিবার বিকেলের মধ্যেই সন্দেহভাজন কয়েকজনকে আটক করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। ‘হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আহত ব্যক্তি নিজের নাম আকবর বলে জানিয়েছিলেন; তার সঙ্গে আরেক বন্ধু ছিল বলেও আমাদের বলেছেন। -এনডিটিভি
×