ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নৌযান ডুবি ॥ এক পরিবারের ৯ সদস্যসহ ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৮, ২২ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রে নৌযান ডুবি ॥ এক পরিবারের ৯ সদস্যসহ ১৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আকস্মিক ঝড়ে একটি পর্যটকবাহী নৌযান ডুবে গেলে ১৭ জন ডুবে মারা যায়। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত টেবল রক লেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উল্টে যাওয়ার সময় উভচর ওই ‘ডাক বোটে’ ক্রু ও পর্যটক মিলিয়ে মোট ৩১ জন যাত্রী ছিল। নিহত ১৭ জনের বয়স এক থেকে ৭০ বছরের মধ্যে বলে জানিয়েছে মিসৌরির হাইওয়ে প্যাট্রোল পুলিশ। এএফপি ও বিবিসি। ‘আমি আমার সব বাচ্চাদের হারিয়েছি, হারিয়েছি স্বামীকে, শ্বশুর-শাশুড়িকে, চাচাকে হারিয়েছি, হারিয়েছি ননদকে, সে আমারও বোন ছিল, হারিয়েছি ভাতিজাকে। আমি ঠিক আছি, কিন্তু এটি সত্যিই কষ্টের,’ ফক্স ফিফটি নাইন নিউজকে এমনটাই বলেছেন টিয়া। উভচর বাহনটির ক্যাপ্টেন লাইফ জ্যাকেট নিয়ে ‘দুশ্চিন্তা না করতে বলেছিল’ বলেও জানান এ নারী। ‘বলেছিলেন তোমাদের এগুলোর দরকার হবে না। ক্যাপ্টেনের কথা শোনার কারণে কেউই আর লাইফ জ্যাকেট নেয়নি, তিনি আমাদের আসনে বসে থাকতে বলেছিলেন। কিন্তু যখন লাইফ জ্যাকেট নেয়ার সময় এলো, তখন সত্যিই দেরি হয়ে গেছে, ওগুলো থাকলে অনেকেরই জীবন বেঁচে যেত বলে বিশ্বাস আমার,’ বলেন টিয়া। উল্টে যাওয়া ডাক বোটটির ক্যাপ্টেনও আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পানিতে নামার অল্প সময়ের মধ্যেই উভচর ওই বাহনটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে শক্তিশালী বজ্রঝড় আঘাত হানতে পারে এমন সতর্কতার মধ্যেই টেবল রক লেকে এ হতাহতের ঘটনা ঘটল।
×