ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সেচপাম্প মালিক সমিতির বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জুলাই ২০১৮

গাইবান্ধায় সেচপাম্প মালিক সমিতির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জুলাই ॥ গাইবান্ধা বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি, সেচ পাম্পের বিল সংশোধন এবং মিটারের রিডিং অনুযায়ী বিল করার দাবিতে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যুত গ্রাহক সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য ও বিদ্যুত গ্রাহক সেচ পাম্প মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সেচ পাম্প মালিক সমিতির সহ-সভাপতি দেবল কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সাকা মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি প্রদান করে। সাতক্ষীরায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা ॥ ঘাতক গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ধর্ষণে ব্যর্থ হয়ে সাতক্ষীরায় বাঁচাখুকি নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল দশটার দিকে এলাকাবাসী সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের পালিচাঁদ বিলের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। নিহত গৃহবধূ বাঁচাখুকি একই উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রাামের আব্দুল মজিদ কারিকরের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক আক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে। সে একই গ্রামের আহাদ আলীর ছেলে। ফিংড়ি ইউপি মেম্বার মধুসূদন ম-ল জানান, বুধবার সকালে ওই গৃহবধূ পালিচাঁদ বিলে ছাগল চরাতে যান। সেখানে আগে থেকেই ওঁৎপেতে ছিল একই গ্রামের আহাদ আলীর ছেলে মাদকাসক্ত আক্তারুল ইসলাম (২৬) নামের এক যুবক। আক্তারুল ওই গৃহবধূকে পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ধর্ষণ চেষ্টায় সে ব্যর্থ হয়ে মেহগনি গাছের ডাল দিয়ে ওই গৃহবধূর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পালিচাঁদ বিলের একটি খালে সে পুঁতে রাখে। স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
×