ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থের বিনিময়ে নাগরিকত্ব

প্রকাশিত: ০৪:৪০, ১৮ জুলাই ২০১৮

অর্থের বিনিময়ে নাগরিকত্ব

অর্থের বিনিময়ে বিদেশীদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর। সোমবার মিসরীয় পার্লামেন্টে পাস হওয়া এক সংশোধনীতে বলা হয়েছে, যেকোন বিদেশী মিসরের নাগরিকত্ব পেতে চাইলে তাকে অন্তত ৭০ লাখ পাউন্ড নিয়ে দেশটিতে যেতে হবে এবং ৫ বছর পর তা মিসরের অর্থবিভাগে জমা দিতে হবে। বিদেশী পুঁজি আকৃষ্ট করার লক্ষ্যে মিসরের পার্লামেন্ট এ বিল পাস করেছে বলে মনে করা হচ্ছে।-ওয়েবসাইট। আকাশ পথেও চলবে গাড়ি ব্রিটিশ ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস চলতি সপ্তাহে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে। ফ্লাইং টেক্সিটি উড্ডন ও অবতরণ উলম্বভাবে করবে। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। রোলস রয়েস জানায়, আগামী ১৮ মাসের মধ্যে গাড়িটির প্রোটোটাইপ ভার্সন তৈরি এবং ২০২০ সালের শুরুতে এটিকে আকাশে ওড়ানো সম্ভব হবে। এতে ৪ বা ৫টি আসন থাকবে। -এএফপি
×