ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডোমারে ঝুঁকিপূর্ণ ভবন ॥ আতঙ্কে বাইরে পাঠদান

প্রকাশিত: ০৫:০১, ১৭ জুলাই ২০১৮

 ডোমারে ঝুঁকিপূর্ণ ভবন ॥ আতঙ্কে বাইরে  পাঠদান

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ নির্মাণের দশ বছরের মাথায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উত্তরপাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। বিশেষ করে বিল্ডিংয়ের ছাদ ও বিমগুলোর পলেস্তারা খসে পড়ায় শিক্ষকরা বাধ্য হয়ে স্কুল মাঠে ক্লাস নিচ্ছেন। ফলে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান কার্যক্রম। এতে দীর্ঘদিন শীত, বর্ষা আর গ্রীষ্মকালে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এ ছাড়া বৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলে আর আসে না। সোমবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজালাল জানান, দশ বছর আগে সরকারীভাবে একজন ঠিকাদার স্কুলের ভবনটি নির্মাণ করেছিল। তার অভিযোগ বিশেষ করে বিল্ডিংয়ের ছাদে, প্লাস্টারে ও বিমগুলোতে বালুর সঙ্গে সিমেন্টের পরিমাণ কম দেয়ায় ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী ও শিক্ষকদের মাথায় ঝড়ে পড়ছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করাতে হচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালীপদ রায় জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে হারে শ্রেণীকক্ষ বাড়েনি, বাইরে ক্লাস করায় অভিভাবকরা তাদের শিশুদের বিদ্যালয়ে যেতে নিষেধ করেন। তিনি বলেন, দিনে দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যাচ্ছে এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোন ফল হয়নি। ডোমার উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) সোহেল শাহাজাদা বলেন, আসলে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ, ভালভাবে কাজ না করার কারণে অল্প সময়ের মধ্যে ফাটল ও ধস শুরু হয়েছে। আমরা বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণের তালিকায় নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বরাদ্দ এলে কাজ শুরু হবে।
×