ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওয়াজ শরীফের পরিবারের পক্ষ থেকে আপীল

প্রকাশিত: ০৪:৪০, ১৭ জুলাই ২০১৮

  নওয়াজ শরীফের  পরিবারের পক্ষ  থেকে আপীল

পাকিস্তানে ক্ষমতাচ্যুত নওয়াজ শরীফের পরিবার সোমবার দ-াদেশের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপীল করেন। ন্যাশনাল এ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএবি) আদালত ৬ জুলাই তাদের কারাদ- দিয়েছিল। রায়ের বিরুদ্ধে আপীল করার জন্য তাদের ১০ দিন সময় ছিল। নির্ধারিত সময়ের শেষ দিন তারা আপীল করেন। এক্সপ্রেস ট্রিবিউন। নওয়াজ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা অবসরপ্রাপ্ত সফদারের পক্ষ থেকে সোমবার আপীল করা হয়। কারাগার প্রাঙ্গণে বিচার আয়োজনের বিরুদ্ধেও একটি আপীল করা হয়েছে। এর আগে রবিবার আইনজীবীরা আদিয়ালা জেলে নওয়াজ, তার মেয়ে ও জামাতার সঙ্গে সাক্ষাত করে পেপার্স অব এ্যাটর্নিতে (ওকালতনামা) তাদের সই নেন। নওয়াজের পক্ষে খাজা হারিস, মরিয়ম ও সফদারের পক্ষে আভেনফিল্ড রেফারেন্সের আওতায় হাইকোর্টে আপীল জমা দেন। আল আজিজিয়া ও ফ্ল্যাগশিপ নিয়ে দুটি মামলাও যেন এনএবির জজ মোহাম্মদ বশিরের আদালতে করা যায় সেই আইন মন্ত্রণালয়ের দুটি নোটিস জারি করেছিল। ওই মামলাতেও নওয়াজের কারাদ- হতে পারে। এসব মামলার যেন বশির ছাড়া এনএবির অন্য কোন বিচারকের আদালতে করা যায় সে বিষয়ও আপীল করা হয়েছে। আইনজীবীরা বলেছেন, বিচারক বশির ইতোমধ্যেই মামলার বিভিন্ন দিক সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গী সবার কাছে তুলে ধরেছেন।
×