ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রীনল্যান্ডে গ্রামের দিকে ধেয়ে আসছে বিশাল হিমশৈল

প্রকাশিত: ০৪:৫২, ১৫ জুলাই ২০১৮

  গ্রীনল্যান্ডে গ্রামের দিকে ধেয়ে আসছে বিশাল হিমশৈল

গ্রীনল্যান্ডের পশ্চিমের ছোট্ট দ্বীপ ইনারস্যুটের বাসিন্দারা অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। তাদের গ্রামের দিকে ধেয়ে আসছে বিশালাকৃতির এক হিমশৈল। যে কারণে গ্রামের কিছু অংশ খালি করে ফেলা হয়েছে। হিমশৈলটি যদি হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে তবে পানিতে যে আলোড়ন সৃষ্টি হবে তাতে জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে ওই গ্রাম। গ্রামের যে অংশ সমুদ্রের বেশি কাছে সেখানকার ১৬৯ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। গ্রাম প্রধান সুসান ইলিয়াসেন বলেন, হিমশৈলটিতে ফাটল ও গর্ত দেখা যাচ্ছে। আমাদের আশঙ্কা এটা যেকোন সময় ভেঙ্গে পড়বে। গ্রামের বিদ্যুত কেন্দ্র ও জ্বালানির গুদামও উপকূলের কাছে অবস্থিত। যদিও হিমশৈলটি একই জায়গায় অবস্থান করছে এবং শুক্রবার রাতে সেটি একটুও নড়েনি বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ছোট্ট ওই গ্রামের বাসিন্দারা জানান, তারা এর আগে কখনও এত বড় হিমশৈল দেখেননি। গত গ্রীষ্মে ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে গ্রীনল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলে চারজনের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের কারণে পূর্ব গ্রীনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙ্গে এই সব বিশলাকৃতির হিমশৈল সমুদ্রে ভাসছে। গত জুনে নিউইয়র্ক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে পূর্ব গ্রীনল্যান্ডের হিমবাহ থেকে বিশলাকৃতির হিমশৈল ভেঙ্গে পড়তে দেখা যায়। -ওয়েবসাইট
×