ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক হলেন কট্টর রক্ষণশীল ব্রেট কাভানগ

প্রকাশিত: ০৬:১১, ১১ জুলাই ২০১৮

মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক হলেন কট্টর রক্ষণশীল ব্রেট কাভানগ

যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্টের নতুন বিচারক হিসেবে কট্টর রক্ষণশীল ব্রেট কাভানগকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে উদারপন্থী ও কট্টরপন্থীদের দ্বন্দ্বে রক্ষণশীল বিচারকদের প্রভাব বিস্তারের ক্ষেত্র প্রস্তুত করবে। সোমবার হোয়াইট হাউস থেকে দেয়া এক ঘোষণায় ট্রাম্প তার মনোনীত নতুন বিচারককে ‘দুর্দান্ত আইনজ্ঞ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। খবর বিবিসির। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপীল আদালতের বিচারক কাভানগ এর আগে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টাও ছিলেন। ট্রাম্পের এ সিদ্ধান্ত কেবল চলতি আইনী লড়াইয়ে রিপাবলিকান প্রশাসনকে সুবিধা এনে দেবে না, প্রভাব ফেলবে গর্ভপাত, বন্দুক নিয়ন্ত্রণ ও অভিবাসনসহ অভ্যন্তরীণ প্রায় প্রতিটি ক্ষেত্রে। সুপ্রীমকোর্টের বিচারকদের মেয়াদ কার্যত আজীবন হওয়ায় তুলনামূলকভাবে তরুণ এ বিচারককে মনোনয়ন দিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়ার পরও এক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রের ধরন নির্ধারণের সুযোগ পেলেন। ২০১৬ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর ট্রাম্প সুপ্রীমকোর্টে এ নিয়ে দ্বিতীয় বিচারককে মনোনয়ন দিলেন। গত বছর ৫০ বছর বয়সী নেইল গোরসাচকে বেছে নিয়েছিলেন তিনি, যাকে এখনই সুপ্রীমকোর্টের সবচেয়ে কট্টর বিচারক হিসেবে বিবেচনা করা হয়। বিচারক কাভানগের আছে নিখুঁত পরিচয়, অতুলনীয় যোগ্যতা ও আইনের মাধ্যমে সমতার বিচার নিশ্চিতে প্রমাণিত অঙ্গীকার। স্পষ্ট ও কার্যকর লেখার ধরনসহ তিনি একজন দুর্দান্ত আইনজ্ঞ। আমাদের সময়ের একজন চমৎকার ও তীক্ষèবুদ্ধির আইনবিদ হিসেবেও বিশ্বজুড়ে তার স্বীকৃতি আছে, সোমবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া ঘোষণায় এমনটাই বলেন ট্রাম্প। সিনেটের অনুমোদন পেলে ৫৩ বছর বয়সী কাভানহ চলতি গ্রীষ্মে অবসরে যেতে চাওয়া বিচারক এ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত হবেন। ৮১ বছর বয়সী কেনেডি গত মাসেই পদ ছেড়ে দেয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। জেসুইট হাই স্কুল ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাভানগ এক সময় বিচারক কেনেডির ক্লার্ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিভিন্ন আইন এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যকার দ্বন্দ্বের চূড়ান্ত সালিশ হয় সুপ্রীমকোর্টে। গর্ভপাত, মৃতুদ-, ভোটের অধিকার, অভিবাসন নীতি, নির্বাচনে অর্থায়ন ও বর্ণবাদমূলক পক্ষপাতসহ নানান বিষয়ে চূড়ান্ত রায় দেয়ারও এখতিয়ার রাখে এ প্রতিষ্ঠান। সর্বোচ্চ আদালতের এখনকার ৯ বিচারকের মধ্যে রক্ষণশীলরা এমনিতেই ৫-৪ ব্যবধানে এগিয়ে আছেন, কাভানগের নিয়োগ অনুমোদিত হলে এই প্রভাব আরও বাড়বে। বিবিসি বলছে, নবেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই সুপ্রীমকোর্টের নতুন বিচারকের নিয়োগ সম্পন্ন করতে চায় ট্রাম্প প্রশাসন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা ৫১-৪৯ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ হলেও ক্যান্সারের সঙ্গে লড়াইরত আরিজোনার সিনেটর ম্যাককেইন ভোটের দিন উপস্থিত থাকবেন না বলেই ধরে নেয়া হচ্ছে। ক্ষমতাসীনরা সেক্ষেত্রে ডেমোক্রেটদের মধ্যে যারা তুলনামূলক রক্ষণশীল, তাদের পাশে ভেড়ানোর চেষ্টা করবেই, বলছেন পর্যবেক্ষকরা। গর্ভপাতের অধিকারের পক্ষে আন্দোলনকারী সংগঠনগুলো মধ্যপন্থী দুই রিপাবলিকানকেও কাভানুগের নিয়োগের পক্ষে ভোট না দেয়ার অনুরোধ জানিয়েছে। ভোটের আগে ট্রাম্পের নিয়োগ নিয়ে সিনেটের জুডিসিয়ারি কমিটিতে শুনানিও হবে। সে লক্ষ্যে মঙ্গলবার থেকে সিনেটরদের সঙ্গে বৈঠক শুরু হতে পারে বলে জানিয়েছেন কাভানগ।
×