ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুশদের চোখ আগামীর দিকে

প্রকাশিত: ০৬:৪১, ১০ জুলাই ২০১৮

রুশদের চোখ আগামীর দিকে

স্পোর্টস রিপোর্টার ॥ কোয়ার্টারে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-৩ গোলের হারে স্বপ্নভঙ্গ হয়েছে রাশিয়ার। তবে মাঠ ও মাঠের বাইরে ফুটবলভক্তদের মন কেড়েছে আয়োজকরা। গর্বিত রাশান কোচ স্তানিলাস চেরচেসভ বলেন, ‘আমি বিদায় শব্দটার চেয়ে কিভাবে বিদায় নিয়েছি এতেই বিশ্বাস করি। নিজেকে নিয়ে গর্ব করার মুহূর্তে বিদায় নেয়াটাই ভাল।’ তিনি আরও বলেন, ‘আমাদের সামনে শিরোপা জেতার কোন সুযোগ নেই। কিন্তু আমরা নিজেদের গুরুত্ব (বিশ্ব ফুটবলকে) বোঝাতে পেরেছি। প্রথম এবং দ্বিতীয় সারি থেকে দল তৈরি করেছি। আমি জানতাম, এরা কোথায় যাচ্ছে। আমার বিশ্বাস, আমরা সফল হয়েছি। কিন্তু এখন সময় এগিয়ে যাওয়ার।’ রাশিয়ান কোচ বলেন, ‘আমরা সবাই নিজেদের ওপর বিশ্বাসী ছিলাম। কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের কাছে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চেয়েছিলাম আমরা। আমার বিশ্বাস সমর্থকরা আমাদের ওপর শুধু ভরসাই করেনি, তারা আমাদের ভালও বেসেছিল। পুরো রাশিয়ার লোকজন আমাদের ভালবেসে ফেলেছিল।’ গর্বিত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছি। তবে আমাদের জন্য তারা খুবই ভাল খেলেছে। তারা সবাই আমাদের কাছে নায়ক এবং তাদের নিয়ে গর্বিত আমরা।’ ২০১৮ বিশ্বকাপে সবমিলিয়ে চার গোল করেছেন আয়োজক রাশিয়ান মিডফিল্ডার দেনিস চেরিশেভ। ক্রোয়েশিয়ার বিপক্ষেও করেন দুর্দান্ত এক গোল। তার গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিল রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকে স্বপ্নভঙ্গ। হারের পর চেরিশেভ বলেন, ‘আমরা চেষ্টা করেছি। আমার মনে হয় পুরো দল নিজেদের শতভাগ দিয়ে খেলেছে। শুধু জয়টাই পাইনি। টাইব্রেকার এক রকমের লটারি...আমরা বাড়ি ফিরে যাচ্ছি।’ নিজের চার গোল নিয়ে বলতে গিয়ে দলের অর্জনকেই এগিয়ে রাখেন তিনি, ‘চার গোল করে ভাল লাগছে। কিন্তু দল সামনে যেতে না পারলে এসব অর্থহীন।’
×