ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে এরদোগান

প্রকাশিত: ০৬:১৫, ১০ জুলাই ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে সোমবার শপথ নিয়েছেন দেশটির জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা রিসেপ তাইপ এরদোগান। পার্লামেন্টে তার এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যদিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা চালু হলো। গত ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন এরদোগান। ২০১৪ সাল থেকেই তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে প্রথম মেয়াদের সঙ্গে দ্বিতীয় মেয়াদের বিস্তর তফাৎ রয়েছে। নতুন মেয়াদে এরদোগান পেয়েছেন নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতা। গত বছর অনুষ্ঠিত এক গণভোটে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পক্ষে রায় দেয় দেশটির জনগণ। এর ফলে তুরস্কে আর প্রধানমন্ত্রীর পদ থাকছে না। প্রেসিডেন্ট নিজেই মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। এ ক্ষেত্রে সংসদেরও অনুমতি লাগবে না। তিনি চাইলেই যেকোন সময় যে কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ বা বরখাস্ত করতে পারবেন। আগামী শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। এরদোগানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তুরস্ক এক নতুন যুগে প্রবেশ করল। তবে তার এই নতুন যুগ নিয়ে উদ্বেগে রয়েছে দেশটির বিরোধী দলগুলোর। তারা বলছে, নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতার অধিকারী হওয়ায় ক্রমেই স্বৈরশাসকে পরিণত হতে পারেন। শপথনুষ্ঠানে পুলিশ, সেনা সদস্য, বিচারক, শিক্ষক ও অন্য সরকারী কর্মচারীরাসহ অন্তত ১৮ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ১৫-১৬ইং জুলাই এরদোগান ও তার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়। তুর্কি শান্তি পরিষদ নামক সংগঠন এই অভ্যুত্থানের জন্য দায়ী। এতে কমপক্ষে ২শ’ ৯০ জন নিহত এবং ১ হাজার ৪ শ’ ৪০ জনের বেশি আহত হয়। সে সময় আঙ্কারায় পার্লামেন্ট ও প্রেসিডেন্টের প্রাসাদে বোমা হামলা চালানো হয়েছিল। পরে ক্ষমতাসীন সরকার দ্রুত একে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা ঘোষণা করে এবং জড়িতদের বিচার শুরু করে। এ ঘটনায় ২ হাজার ৮শ’ ৩৯ জন সৈন্য এবং ২ হাজার ৭শ’ ৪৫ জন বিচারকসহ মোট ৬ হাজার লোককে আটক করা হয়। এছাড়া সরকারের দমনভিযানে প্রায় দেড় লাখ সরকারী কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরি হারান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তখন এক ঘোষণায় জানান, অন্তত ৭৭ হাজার লোকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। -এএফপি, আলজাজিরা ও দ্য টাইমস
×