ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হত্যা মামলা দায়ের

ব্রিটেনে নার্ভ এজেন্টে সংজ্ঞাহীন নারীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১৫, ১০ জুলাই ২০১৮

ব্রিটেনে নার্ভ এজেন্টে সংজ্ঞাহীন নারীর মৃত্যু

স্বপক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই ক্রিসপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার নিয়ে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে অবনতি ঘটে সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের বিষক্রিয়ায় আক্রান্ত এক ব্রিটিশ নারী রবিবার সন্ধ্যায় মারা গেছেন। খবর বিবিসির। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি উইল্টশায়ারের এইমসবুরির একটি বাড়ি থেকে গত ৩০ জুন সংজ্ঞাহীন অবস্থায় ডন স্টারজেসকে (৪৪) উদ্ধার করা হয়েছিল। রবিবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। ডনের মৃত্যুর পর পুলিশ একটি হত্যা মামলা করেছে। এর ভিত্তিতে তদন্তও শুরু করেছে তারা। চার মাস আগে মার্চে সের্গেই ক্রিসপাল ও তার মেয়ে ইউলিয়া ক্রিসপালকে সলসবুরির যে পার্ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে এইমসবুরির বাড়িটির দূরত্ব কয়েক মাইল। ডনের সঙ্গে চার্লি রোলে (৪৫) নামেও এক ব্যক্তিকে এইমসবুরির একই ভবন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন চার্লির অবস্থা এখনও ‘গুরুতর’। সংক্রমিত দুইজনই ক্রিসপালদের ওপর হামলায় ব্যবহৃত নোভিচকের অবশিষ্টাংশ দ্বারা সংক্রমিত হয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ। ডন ও চার্লি কিভাবে স্নায়ুযুদ্ধের সময়কার সোভিয়েত সামরিক বাহিনীর উদ্ভাবিত এই রাসায়নিকের সংস্পর্শে এসেছিলেন তার অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে তারা। ডনের মৃত্যুর পর দেয়া এক প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ‘হতভম্ব ও বিস্মিত’ হওয়ার কথা জানিয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, খবরটি ভয়াবহ ও দুঃখজনক। সত্যিকার অর্থে কী ঘটেছে তা খুঁজে বের করার জন্য আমাদের স্থির সংকল্পকে আরও দৃঢ় করবে। ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশিং নেটওয়ার্কের প্রধান নেইল বসু তিন সন্তানের জননী ডনের মৃত্যুকে ‘বিদ্বেষপূর্ণ, বেপরোয়া ও বর্বর আক্রমণের ফল’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। এ নেটওয়ার্কই রাসায়নিক হামলার ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। উইল্টশায়ারের পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রায় একশ’ গোয়েন্দা এ নিয়ে দিনরাত কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ। ৩০ জুন উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হেরোইন কিংবা ক্র্যাক কোকেন অতিরিক্ত সেবনের কারণেই ডন ও চার্লি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। পরে উইল্টশায়রের পোর্টন ডাউন প্রতিরক্ষা গবেষণায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সলসবুরি থেকে ১১ মাইল দূরের এইমসবুরিতে নোভিচক সংক্রমণের তথ্য উন্মোচিত হয়। পুলিশ বলছে, বিষাক্ত কোন বস্তুতে হাত দিয়ে স্পর্শ করার পরই দুজন নার্ভ এজেন্টটি দ্বারা সংক্রমিত হয়েছিলেন বলে পরীক্ষা-নিরীক্ষা থেকে জানা গেছে। এইমসবুরির এই সংক্রমণের ঘটনা রাসায়নিক অস্ত্রনিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওপিসিডব্লিউকেও জানিয়েছে ব্রিটেন। সের্গেই ও ইউলিয়া ক্রিসপালকে যেখানে চিকিৎসা দেয়া হয়েছিল, সলসবুরির সেই ডিস্ট্রিক্ট হাসপাতালেই রবিবার মারা যান ডন। হাসপাতালটির চিকিৎসা বিষয়ক পরিচালক ক্রিস্টিন ব্ল্যানশার্ড বলেছেন, ডনকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন হাসপাতালের কর্মীরা।
×